TRENDING:

Toll Plaza Tax Rate Increased: আরও বাড়বে জিনিসপত্রের দাম! শুল্ক অনেকটাই বাড়িয়ে দিল টোল প্লাজা

Last Updated:

Toll Plaza Tax Rate Increased: মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। তার উপর টোল প্লাজার এমন সিদ্ধান্ত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টোলপ্লাজায় রেট বাড়ানোর ফলে সমস্যায় মানুষ। জিনিসপত্রের দাম আরও বাড়ার আশঙ্কা।
advertisement

বর্তমানে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে জিনিসপত্রের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। রোজই বাড়ছে জ্বালানির দাম। রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হাজার টাকা পেরিয়েছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত।

দেশজুড়ে এমন মূল্যবৃদ্ধির পরিবেশে ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার থেকে টোলপ্লাজায় প্রতিটি যানবাহনের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। যার ফলে আরো জিনিসপত্রের দাম বাড়বে বলে আশঙ্কা করছেন ঝাড়গ্রামের বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন- কী কুরুচিকর! তৃণমূলকে বিঁধতে গিয়ে এ কী বললেন দিলীপ ঘোষ! তুমুল বিতর্ক

ঝাড়গ্রাম জেলার বালিভাসা এলাকায় ছয় নম্বর জাতীয় সড়কের উপর ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বালিভাসা টোলপ্লাজা উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির উপর শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

১২ মে বৃহস্পতিবার ২০২২ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত বর্ধিত ভাড়া বহাল থাকবে বলে জানানো হয়েছে। ছোট-বড় বিভিন্ন গাড়ি ওই টোল প্লাজার উপর দিয়ে যাতায়াত করে। যার ফলে যেভাবে শুল্ক বাড়ানো হয়েছে তাতে জিনিসপত্রের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা।

advertisement

কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীন ওই সংস্থা টোল প্লাজাগুলিতে শুল্ক বাড়ানোর কথা ঘোষণা করায় জিনিসপত্র যেমন দাম বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি যাত্রীবাহী বাস বা গাড়ির ভাড়াও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই জানিয়েছেন, এমনিতেই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে টোল প্লাজায় শুল্ক বাড়ানো একেবারেই উচিত হয়নি।

আরও পড়ুন- ভরদুপুরে বাইকে করে কী পাচার হচ্ছে? বীরভূম পুলিশের তল্লাশিতে লুকিয়ে আসল চমক!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যে সবজি থেকে শুরু করে যে কোনও জিনিসের দাম উর্ধ্বমুখী। পেট্রোল, ডিজেলের দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম। কবে কমবে বাজাদর, তা নিয়ে কোনও আশার কথা শোনাতে পারছে না সরকার। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় দিন কাটছে দেশের মানুষের।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toll Plaza Tax Rate Increased: আরও বাড়বে জিনিসপত্রের দাম! শুল্ক অনেকটাই বাড়িয়ে দিল টোল প্লাজা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল