যত দিন যাচ্ছে কর্মব্যস্ততার মধ্যে বাড়ছে মানুষের একাকীত্ব। আর সে কারণেই এখন বাড়ছে পোষ্যদের কদর। পোষ্যরা শুধুমাত্র তার মুনিবের সঙ্গী নয়, হয়ে উঠছে পরিবারের একজন সদস্য ও। বিশেষজ্ঞদের মতে পোষ্যরা নিঃস্বার্থ ভালবাসা দেয়, মানুষের জীবনে একাকীত্ব দূর করে এবং জীবনে আনন্দ আনে। পোষ্যদের আদর করলে দুশ্চিন্তা কমে, বিষণ্ণতা দূর হয় এবং হৃদরোগের ঝুঁকি কমে। তাই পোষ্য পালকদের উৎসাহিত করতে এগিয়ে এসেছে দক্ষিণ বারাশত পেট লাভার অ্যাসোসিয়েশন।
advertisement
আরও পড়ুন: পাতার ঝরার মরশুম শেষে বসন্তের আগমন, মাঘ অবসানে পার্বণ আদিবাসী সমাজের
গত ৯ বছর ধরে তারা নিয়মিতভাবে করে চলেছে “ডগ শো”-র আয়োজন। দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার, জয়নগর ,গোচারণ সহ একাধিক এলাকা থেকে প্রায় পঞ্চাশটির উপর পোষ্য যোগ দিয়েছে এই অনুষ্ঠানে। যার মধ্যে আছে গোল্ডেন রিট্রিভার ,ল্যাব্রাডর , জার্মান শেফার্ডের মতো নানান প্রজাতির কুকুর। এদিন সকাল থেকেই প্রতিযোগী পোষ্যদের নিয়ে মাঠে হাজির হয়েছে তাদের মনিবরা। প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য শেষ মুহূর্তে শেখাচ্ছে নানান টেকনিক।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ ধরনের “ডগ শো”পোষ্য পালনে উৎসাহিত করে বলে মনে করেন আয়োজকরা তার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে কুকুর সম্পর্কে অবহেলা দূর করা এবং সচেতনতা গড়ার লক্ষ্যেই তাঁদের এই ডগ শো। জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ডগ শো প্রয়োজন আছে। মানুষ জানতে ও শিখতে পারবেন কুকুর আমাদের কাছে কতটা প্রয়োজনীয়তা।
সুমন সাহা