TRENDING:

Suvendu Adhikari: গ্রিটিংস কার্ড, গোলাপ নিয়ে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের ছাত্র নেতারা! উত্তপ্ত কাঁথি

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজ থেকে টিএমসিপি-র নেতা এবং সমর্থকরা এ দিন কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে জড়ো হন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তাঁকে গ্রিটিংস কার্ড এবং গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে হাজির তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা৷ আর এই ঘটনাকে কেন্দ্র করেই কাঁথিতে বিরোধী দলনেতার বাড়ির সামনে উত্তেজনা৷ টিএমসিপি সমর্থকদের বিরোধী দলনেতার বাড়ির বাইরেই আটকে দেয় পুলিশ৷ শুরু হয়ে যায় ধস্তাধস্তি৷
শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে টিএমসিপি-র সদস্যরা৷
শুভেন্দু অধিকারীর বাড়ির বাইরে টিএমসিপি-র সদস্যরা৷
advertisement

এ দিন গোটা রাজ্য জুড়েই শুভেন্দু অধিকারীকে গেট ওয়েল সুন লেখা কার্ড এবং ফুল পাঠানোর কর্মসূচি নেয় তৃণমূল ছাত্র পরিষদ৷ শুভেন্দু মানসিক ভাবে অসুস্থ, এই দাবি করে তাঁর সুস্থতা কামনায় বিরোধী দলনেতাকে গোলাপ ফুল পাঠানোর কর্মসূচি নিয়েছে শাসক দলের ছাত্র সংগঠন৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষই এই নিদান দিয়েছিলেন৷ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলায় কুণালকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷

advertisement

আরও পড়ুন: অনুব্রতহীন বীরভূমে কীভাবে পঞ্চায়েত ভোট? কলকাতায় বৈঠকে বসছেন অভিষেক

সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কলেজ থেকে টিএমসিপি-র নেতা এবং সমর্থকরা এ দিন কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে জড়ো হন৷ পুলিশ অবশ্য শান্তিকুঞ্জের বাইরেই তাঁদের আটকে দেয়৷ শুভেন্দু অধিকারী অবশ্য সেই সময় বাড়িতে ছিলেন না৷ তবু শান্তিকুঞ্জের ভিতরে যাওয়ার জন্য জেদ ধরেন টিএমসিপি-র সদস্যরা৷

advertisement

আরও পড়ুন: শীতের জঙ্গলমহল রাজনীতির হাওয়ায় গরম, একই দিনে সভা মমতা-শুভেন্দু-সুকান্তর

যদিও পুলিশ সেই দাবি মানেনি৷ শেষ পর্যন্ত টিএমসিপি-র সদস্যরা দাবি করেন, তাঁদের তিন জন প্রতিনিধিকে বিরোধী দলনেতার বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হোক৷ পুলিশের পক্ষ থেকে অবশ্য সেই দাবিও মানা হয়নি৷ এ নিয়েই দু' পক্ষের মধ্যে বচসা শুরু হয়৷ পুলিশ এবং টিএমসিপি সদস্যদের মধ্যে ধস্তাধস্তিও হয়৷ কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

এক বিক্ষোভকারী বলেন, 'ওনাকে আমরা 'গেট ওয়েল সুন' কার্ড দিতে চাই৷ আমরা দেখছি উনি যেখানে সেখানে অসংলগ্ন কথা বলে ফেলছেন৷ উনি মানসিক ভাবে অসুস্থ৷ ওনার সুস্থতা কামনা করি৷'

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: গ্রিটিংস কার্ড, গোলাপ নিয়ে শুভেন্দুর বাড়ির সামনে তৃণমূলের ছাত্র নেতারা! উত্তপ্ত কাঁথি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল