TRENDING:

প্রভাবশালী যুব নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ

Last Updated:

গাদামারা হাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমডাঙা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ প্রভাবশালী নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, গ্রেফতার করল পুলিশ। আমডাঙার যুব তৃণমূল নেতা কাজী রহিমউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি চড়া সুদে অন্যের টাকা কাউকে পাইয়ে দিতেন। টাকা মেটাতে না পারলে তাঁদের নামে ফাইন্যান্সে গাড়ি কিনে নিজে ব্যবহার করতেন অভিযুক্ত।
আমডাঙা থানা
আমডাঙা থানা
advertisement

বাইক বা চারচাকা কোনও গাড়িই তাঁর নামে নেই। কিন্তু একাধিক গাড়ি রয়েছে কাজী রহিমউদ্দিনের হেফাজতে। তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে বেআইনিভাবে একজনের গাড়ি অন্যকে বিক্রি করে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ মুরগি নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে নৃশংসভাবে খু*ন! অভিযুক্ত আত্মীয়দের গ্রেফতার করল পুলিশ

জানা যাচ্ছে, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নিজের প্রতিপত্তি বিস্তার করেছিলেন তিনি। EMI শোধ করার প্রতিশ্রুতি দিয়ে অন্যের নামে দামি বাইক, চারচাকা গাড়ি কিনে দেদার ব্যবহার করতেন বলে অভিযোগ। এবার EMI শোধ না করায় আমডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে গাদামারা হাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ। আশিষ তালুকদার নামে এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আমডাঙার যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। পাঁচদিনের পিসি চেয়ে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠায় আমডাঙা থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রভাবশালী যুব নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! গ্রেফতার করল আমডাঙা থানার পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল