বাইক বা চারচাকা কোনও গাড়িই তাঁর নামে নেই। কিন্তু একাধিক গাড়ি রয়েছে কাজী রহিমউদ্দিনের হেফাজতে। তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি থেকে শুরু করে বেআইনিভাবে একজনের গাড়ি অন্যকে বিক্রি করে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ মুরগি নিয়ে ঝামেলা, বাবা-ছেলেকে নৃশংসভাবে খু*ন! অভিযুক্ত আত্মীয়দের গ্রেফতার করল পুলিশ
জানা যাচ্ছে, প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নিজের প্রতিপত্তি বিস্তার করেছিলেন তিনি। EMI শোধ করার প্রতিশ্রুতি দিয়ে অন্যের নামে দামি বাইক, চারচাকা গাড়ি কিনে দেদার ব্যবহার করতেন বলে অভিযোগ। এবার EMI শোধ না করায় আমডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হল।
advertisement
এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে গাদামারা হাট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আমডাঙা থানার পুলিশ। আশিষ তালুকদার নামে এক অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আমডাঙার যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। পাঁচদিনের পিসি চেয়ে অভিযুক্তকে বারাসাত আদালতে পাঠায় আমডাঙা থানার পুলিশ।