কুণাল ঘোষের সামনেই দুই গোষ্ঠীর নেতারা বচসায় জড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুণাল ঘোষ এবং সোহম সহ তৃণমূল নেতারা গন্ডগোল থামানোর চেষ্টা করলেও উত্তেজিত তৃণমূল নেতা কর্মীরা ক্ষোভ উগরে দেন।
আরও পড়ুন: গরু পাচার কাণ্ডে রাতের ঘুম উড়ে গেল অনুব্রতর, এক পদক্ষেপেই ফের বাজিমাত CBI-এর!
ভগবানপুরের ভীমেশ্বরীতে দলের বিজয়া কর্মসূচিতে যোগ দিতে আসেন কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম, মন্ত্রী অখিল গিরি সহ জেলার তৃণমূল নেতারা। আজ জেলায় দলের একাধিক কর্মসূচিতে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
advertisement
আরও পড়ুন: 'বিসর্জনের বাজনা বেজে গেছে, রোজ রোজ...', আরও বড় 'আশঙ্কা' উসকে দিলেন দিলীপ ঘোষ
বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ান না স্থানীয় বিধায়ক অভিনেতা সোহম সহ জেলার তৃণমূল নেতারা। দলের নেতারা শুধু গোষ্ঠীবাজি করেন। এইসব অভিযোগ তুলে কুণাল ঘোষের সামনেই ক্ষোভ বিক্ষোভ দেখান তৃণমূল নেতারা।