TRENDING:

Nandigram prays for Mamata Banerjee: ভবানীপুরে রেকর্ড ভোটে জিতুন মমতা, হোম- যজ্ঞ করে পুজো নন্দীগ্রামে

Last Updated:

মু্্খ্যমন্ত্রী যাতে ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জয়ী হন সেই প্রার্থনা করেই এ দিন রেয়াপাড়ার শিব মন্দিরে দল বেঁধে পুজো দেন তৃণমূলকর্মীরা (Nandigram prays for Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েই ভবানীপুরে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এ দিনই মুখ্যমন্ত্রী ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন৷ আর মুখ্যমন্ত্রীর সাফল্য কামনায় এ দিন নন্দীগ্রামে বিশেষ পুজো দিলেন তৃণমূল কর্মীরা৷ বিশেষ প্রার্থনা হল নন্দীগ্রামের মসজিদেও৷
advertisement

মু্্খ্যমন্ত্রী যাতে ভবানীপুর থেকে রেকর্ড ভোটে জয়ী হন সেই প্রার্থনা করেই এ দিন রেয়াপাড়ার শিব মন্দিরে দল বেঁধে পুজো দেন তৃণমূলকর্মীরা৷ গণেশ চতুর্থী হওয়ায় সিদ্ধিদাতার কাছে মুখ্যমন্ত্রীর সাফল্য কামনা করা হয়৷ ফুল, মিষ্টি হাতে নিয়ে এবং মুখ্যমন্ত্রীর সমর্থনে লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মন্দিরে হাজির হন তৃণমূল কর্মীরা৷ হোম, যজ্ঞ সহযোগে আজ দিনভরই পুজো হওয়ার কথা৷

advertisement

এ দিনই ভবানীপুরে উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নিজেদের কেন্দ্র থেকে দলনেত্রীকে জিতিয়ে আনতে না পারায় এখনও হতাশ নন্দীগ্রামে তৃণমূলের নেতা, কর্মীরা৷ তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড জয় চাইছেন তাঁরা৷ মুখ্যমন্ত্রী অবশ্য ভবানীপুরে প্রচার শুরু করেও অভিযোগ করেছেন, নন্দীগ্রামে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাঁকে৷

নন্দীগ্রামের তুলনায় ভবানীপুরে মুখ্যমন্ত্রীর লড়াই অনেকটা সহজ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ নন্দীগ্রামে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী৷ সেখানে ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করেছে গেরুয়া শিবির৷ ধারে ও ভারে যিনি অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবেন৷ অন্যদিকে সিপিএমের হয়ে ভবানীপুরে লড়বেন শ্রীজীব বিশ্বাস৷ আর কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থীই দেয়নি৷ ফলে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীকে রেকর্ড ভোটে জিতিয়ে আনাই এখন তৃণমূলের লক্ষ্য৷ জয় নিশ্চিত ধরে নিয়ে যাতে দলীয় নেতা- কর্মীরা যাতে আত্মতুষ্ট না হয়ে পড়েন, সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নন্দীগ্রামে এবং ভবানীপুরকে দুই বোন বলে ভোট প্রচারে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে, এবার ভবানীপুরে সুদে আসলে সেই হারের হতাশা উসুল করে নেওয়াই লক্ষ্য তৃণমূল নেতৃত্বের৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram prays for Mamata Banerjee: ভবানীপুরে রেকর্ড ভোটে জিতুন মমতা, হোম- যজ্ঞ করে পুজো নন্দীগ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল