TRENDING:

Nandigram: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি

Last Updated:

এ দিন সকালে বিজেপি শিবিরের পক্ষ থেকে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এই অভিযোগে ভেটুরিয়া সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দু' পক্ষের মধ্য়ে চরম উত্তেজনা ছড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: সমবায় সমিতির নির্বাচনে দিনভর উত্তেজনার পর শেষ পর্যন্ত  নন্দীগ্রামে বড় জয় পেল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনের সব আসনেই জয় পেল শাসক দল। খাতা খুলতে পারল না বিজেপি।
নন্দীগ্রামে জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লাস।
নন্দীগ্রামে জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লাস।
advertisement

ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছিল নন্দীগ্রামে। এমন কি রক্তও ঝরে। শেষ পর্যন্ত ফল বেরোতে দেখা যায়, ১১টি আসনের প্রতিটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল।

আরও পড়ুন: শোভনদেবের ফোন ধরবেন না শুভেন্দু, দাবি আদায়ে দিল্লিতে একাই লড়বে তৃণমূল!

advertisement

বিধানসভা নির্বাচনের পর নন্দীগ্রামে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া শাসক দল। কয়েক দিন আগেই অবশ্য় নন্দীগ্রামে অন্য় একটি সমবায় সমিতির নির্বাচনে হারতে হয়েছিল শাসক দলকে। এবার অবশ্য় শাসক দলই বড় জয় পেল। পঞ্চায়েত নির্বাচনের আগে যে ফল নন্দীগ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: অন্যের নিয়োগপত্র জালিয়াতি করে চাকরি শিক্ষকের! হাইকোর্ট বলল, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা শুধু ভাবছি,'

advertisement

এ দিন সকালে বিজেপি শিবিরের পক্ষ থেকে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এই অভিযোগে ভেটুরিয়া সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দু' পক্ষের মধ্য়ে চরম উত্তেজনা ছড়ায়। দু' দলের কর্মী সমর্থকদের মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও নির্বাচনকে কেন্দ্র করে দিনভরই উত্তেজনা ছিল।

তবে ভোটের ফল বেরোতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী- সমর্থকরা। এর পর পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামে বিজেপি-কে আরও কোণঠাসা করা সম্ভব হবে বলে দাবি স্থানীয় শাসক দলের নেতাদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

যদিও নির্বাচনের ফল বেরনোর পরেও ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র ক্য়াম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল