দলের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দলীয় পতাকা নিয়ে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লিফলেট নিয়ে যাবেন। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কী কাজ করেছে, তা শান্তিকুঞ্জের মহিলাদের জানাবেন তৃণমূল কর্মীরা। দলে ও প্রশাসনে মহিলাদের দায়িত্ব নিয়ে জানাবেন। তবে, শুভেন্দুর বাড়ির মহিলারা দেখা না করলে লিফলেট রেখে আসবেন তৃণমূল কর্মীরা।
advertisement
আরও পড়ুন: নন্দীগ্রামে রবিবার মহাকাণ্ড, শুভেন্দু-কুণাল দ্বৈরথে এবার নতুন চমক রাজীব বন্দ্যোপাধ্যায়!
তৃণমূল সূত্রে খবর, বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে দলের সম্পর্ক যাই হোক, বাড়ির মহিলাদের সাথে জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস। সেই কারণেই সটান শান্তিকুঞ্জের মহিলাদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
কাঁথিতে সভা করতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা নিয়ে এখন থেকেই পারদ চড়তে শুরু করেছে। সেই সভার প্রস্তুতি বৈঠক থেকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করার পরিকল্পনা ছাড়াও পূর্ব মেদিনীপুরে দলের পুরনো নেতাকর্মীদের বাড়িতে যাওয়ার জন্যও দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মিঠুন-সুকান্তের সামনেই ঘটে গেল সেই ঘটনা, আসানসোলে প্রবল বিড়ম্বনায় দুই বিজেপি নেতা
২০২১-এর বিধানসভা ভোটে তৃণমূলের অন্যতম টার্গেট ছিল মহিলা ভোট। সেই সূত্রে বাড়ির মহিলা সদস্যদের সঙ্গে দেখা করার আগে লিফলেট বানিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই লিফলেটে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, দলে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে উল্লেখ থাকবে। ছোট ছোট দল করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।