রাজনৈতিক মহলে জল্পনা, আজ বা কালের মধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে দল৷ ইতিমধ্যেই জেলা পর্যবেক্ষকদের তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছে রাজ্য নেতৃত্ব সেখানে সুনীল মন্ডলের সাম্প্রতিক গতিবিধির ব্যাপারে পর্যালোচনা হবে৷ শুভেন্দু অধিকারীর সঙ্গে এই সাংসদের পোস্টার ও সুনীল মণ্ডলের প্রকাশ্য মন্তব্যকে ভাল চোখে দেখা হচ্ছে না বলে দলীয় সূত্রে খবর৷ শুভেন্দুর সঙ্গে পোস্টারের বিষয়টিকে কর্মীদের ভালোবাসা ও তাদের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ আখ্যা দিয়েছেন বিতর্কিত এই সাংসদ৷ জেলা নেতারা বলছেন, সুনীলের এই অবস্থান অনভিপ্রেত নয়৷
advertisement
সুনীলের মুকুল ঘনিষ্ঠতার কথা দল আগে থেকেই অবহিত৷ সেজন্যই তাঁর বিরুদ্ধে গোড়াতেই কড়া অবস্থান নেওয়ার পক্ষে রাজ্য নেতৃত্ব৷ তবে ফোনে যোগাযোগের চেষ্টা করেও এ ব্যাপারে বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মন্ডলের প্রতিক্রিয়া জানা যায়নি৷
Input-Saradindu Ghosh