পুরুলিয়ার ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পায় তৃণমূল (TMC)৷ পাঁচটি ওয়ার্ডে জয় পায় কংগ্রেস৷ নির্দল প্রার্থীরা দু'টি আসনে জয়লাভ করেন৷ অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙা পুরসভাতেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই৷ বেলডাঙার ১৪টি ওয়ার্ডের মধ্যে সাতটিতে জয়ী হয় তৃণমূল৷ তিনটি আসনে জয়ী হয় বিজেপি৷ চারটি আসনে জিতেছেন নির্দলরা৷
আরও পড়ুন: দার্জিলিং দখল করল নতুন দল হামরো পার্টি, শূন্য বিজেপি! পাহাড়ে নতুন শক্তির উদয়?
advertisement
অন্যদিকে হুগলির চাঁপদানি পুরসভার ২২ আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল৷ এই পুরসভার দশটি ওয়ার্ডেই জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা৷ একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস৷ পূর্ব মেদিনীপুরের এগরাতেও লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি৷ এগরা পুরসভার চোদ্দটি ওয়ার্ডের মধ্যে ৭টি পেয়েছে তৃণমূল৷ পাঁচটিতে জয়ী হয়েছে বিজেপি৷ একটি করে আসন পেয়েছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা৷
আরও পড়ুন: বিলীন গেরুয়া, ফুটে উঠল লাল আভা, বঙ্গ রাজনীতিতে আরও কোণঠাসা বিজেপি!
চার পুরসভা ত্রিশঙ্কু হলেও তৃণমূলের শীর্ষ নেতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ঝালদা, বেলডাঙা এবং চাঁপদানিতে তৃণমূলই পুরবোর্ড গঠন করবে৷ ঝালদায় জয়ী তিন জন কংগ্রেস প্রার্থী তৃণমূলকে সমর্থনের কথা জানিয়েছেন বলে দাবি করেছেন ফিরহাদ৷ বেলডাঙা ও চাঁপদানিতে নির্দলদের সমর্থনে বোর্ড গড়ার পথে শাসক দল৷ তবে এগরা নিয়ে এখনও তৃণমূল নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি৷
এগরা বাদে নদিয়ার তাহেরপুর পুরসভা নিজেদের দখলে রাখতে পেরেছে বামেরা৷ দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷