নন্দীগ্রাম বিধানসভার দুটি ব্লকে তৃণমূল কংগ্রেসের আগের কমিটি সরিয়ে নতুনভাবে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বদের। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত গর্গকে সরিয়ে সাতজনের কোর কমিটি গড়া হয়েছে। সেই কমিটিতে বাপ্পাদিত্য গর্গকেও রাখা হয়েছে । পাশাপাশি রাখা হয়েছে শেখ সুফিয়ান ,অজয় কুমার মণ্ডল, শামসুল ইসলাম, সুহাসিনী কর, আলরাজি, ও শাহাবুদ্দিনকে রাখা হয়েছে। নন্দীগ্রাম এক ব্লকের তৃণমূল কংগ্রেসের দুপক্ষের নেতৃত্বদের নিয়ে এই কোর কমিটি ঘোষণা করা হয়েছে। অপরদিকে নন্দীগ্রাম দুই ব্লকে পাঁচজনের কোর কমিটি গঠন করা হয়েছে।
advertisement
কোর কমিটির সদস্য সুনীল বরণ জানাকে কনভেনার রেখে মনোজ কুমার সামন্ত, রবিন জানা মহাদেব বাগ শেখ কাজিহারকে দায়িত্ব দেয়া হয়েছে। ২০২১ এ নির্বাচন পরবর্তীতে নন্দীগ্রামে শাসক দলের সাংগঠনিক গোষ্ঠীদ্বন্দ্ব পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে গত লোকসভা নির্বাচনেও হার হয়েছে শাসকদলের। সে কথা মাথায় রেখে ২০২৬ এর বিধানসভা ভোটের আগে দুই গোষ্ঠীর নেতাদের নিয়ে কোর কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মনে করছে রাজনৈতিক মহল।
আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আগেই জেলাজুড়ে প্রায় সমস্ত ব্লকেই কমিটি গঠন করা হয়। তবে ব্যতিক্রম ছিল নন্দীগ্রাম। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ক্রমশই যেন এই এলাকাটি নেতৃত্বহীনতায় ভুগছিল বলে অভিযোগ। তার জেরে শাসক দলের ভোটব্যাঙ্কে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে যথেষ্টই প্রভাব পড়েছিল। নন্দীগ্রামে কোন্দল বহু চেষ্টা করেও মেটানো যায়নি বলে অভিমত তৃণমূলের প্রথম সারির একাধিক নেতার। শেষ পর্যন্ত বিধানসভা ভোটের প্রাক্কালে ব্লক স্তরের সাংগঠনিক রদবদলে নন্দীগ্রামের দুই ব্লকের ক্ষেত্রেই সভাপতি পদ তুলে দিলেন শীর্ষ নেতৃত্ব।
