TRENDING:

ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Abir Ghoshal
advertisement

#কলকাতা:সকাল থেকেই নাটক। অবশেষে ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনল তৃণমুল। পুরসভার এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জির কাছে সেই প্রস্তাবই জমা দিল তৃণমুল। অনাস্থা প্রস্তাবে সই করেছেন ১৮ জন তৃণমুল কাউন্সিলর।

৩৫ ওয়ার্ডের এই পুরসভায় সিপিএমের আছে ১ জন কাউন্সিলর। ১ জন মৃত। শাসক দলের দাবি তাদের হাতে আছে ১৮ জন। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাংসদ অর্জূন সিং। বিজেপির আরও ১৪ জন কাউন্সিলর আছেন।

advertisement

লোকসভা নির্বাচনের পর ব্যারাকপুর মহকুমার একাধিক পুরসভা হাতছাড়া হয় তৃণমুলের। যদিও সেই সমস্ত পুরসভা ধীরে ধীরে ফের দখল করেছে তৃণমুল কংগ্রেস। যদিও ভাটপাড়া পুরসভা দখলে নেমে ধীরে চলো নীতি গ্রহণ করে তৃণমুল। অর্জুনের গড়ে এই পুরসভা দখল করাই ছিল শাসক দলের পাখির চোখ।

লোকসভা নির্বাচনের পর ৩৫ সদস্যের পুরসভায় ২৬ জন তৃণমুল সদস্য গেরুয়া শিবিরে যোগ দেন। জুন মাসে আস্থা ভোটে জয়ী হয়ে অর্জুনের ভাইপো সৌরভ সিংহ। যদিও নভেম্বর মাসেই তৃণমুল ওই ২৬ জন কাউন্সিলরের মধ্যে ১২ জন কাউন্সিলরকে দলে ফেরায়। শুক্রবার ভাটপাড়া পুরসভায় সৌরভের নেতৃত্বে চলা পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসল তৃণমুল।

advertisement

পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, চেয়ারম্যান তার সিদ্ধান্ত জানাবার জন্য ১৫ দিন সময় পাবেন। তার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনাস্থা প্রস্তাবে সই করা কাউন্সিলাররা জানাচ্ছেন তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা আছে। লজ্জা থাকলে সৌরভের পদত্যাগ করা উচিত। যদিও অনাস্থা নিয়ে মুখ খোলেননি ভাটপাড়ার বিজেপি নেতারা।

শুক্রবার অনাস্থা প্রস্তাব নিয়ে পুরসভায় প্রবেশের সময় গন্ডগোল বাধে। পুরসভার গেটের সামনে বসেছিলেন পেনশন প্রাপকরা। তাদের দাবি পুরসভার গন্ডগোলের জেরে তারা ৪ মাস পেনশন পাচ্ছেন না। তাদের বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত পুরসভায় ঢোকেন তৃণমুল কাউন্সিলররা। পেনশন প্রাপকদের সমস্যা মেটানোর আশ্বাস দেন তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ভাটপাড়া পুরসভার অনাস্থা নিয়ে সকাল থেকেই সরগরম ছিল পুরসভা চত্বর। আঁটোসাটো নিরাপত্তা ছিল এলাকায়। যদিও গতকাল রাতেই ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি দত্তের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে। তিনি বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল