এ দিন ধর্মতলায় তৃণমূলের ধর্নাা মঞ্চ থেকে এই শাস্তির কথা ঘোষণা করেন রাজ্যের সেচমন্ত্রী এবং তৃণমূলের উত্তর চব্বিশ পরগণার কোর কমিটির অন্যতম সদস্য পার্থ ভৌমিক৷ তৃণমূল সূত্রে খবর, সুজিত বসু, ব্রাত্য বসু, রথীন ঘোষ, নারায়ণ গোস্বামীকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল৷ সেই কমিটি আজ দুপুর ১২টায় সেই কমিটি রিপোর্ট জমা দেয়৷ এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শাস্তি ঘোষণা করা হয়৷
advertisement
আরও পড়ুন: রাজ্যপালকে সন্দেশখালি যাওয়ার আবেদন শুভেন্দুর, মানবাধিকার কমিশনেরও দৃষ্টি আকর্ষণ
গত কয়েকদিন ধরেই শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা উত্তর সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে গ্রামবাসীদের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি৷ অভিযুক্ত দুই নেতা যথাক্রমে সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি৷ পাশাপাশি, তাঁরা জেলা পরিষদের সদস্যও৷ যদিও শিবু হাজরার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি তৃণমূল৷
দুই নেতার বিরুদ্ধেই আদিবাসী সহ স্থানীয় গ্রামবাসীদের জমি দখল, মহিলাদের উপরে অত্যাচার সহ একাধিক অভিযোগ রয়েছে৷ ক্ষোভ এমন পর্যায়ে পৌঁছেয় যে দুই নেতার পোলট্রি ফার্ম, বাগান বাড়িতে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা৷ পাল্টা বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ পরিস্থিতি সামাল দিতে আজ থেকে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হয়েছে৷
সহ প্রতিবেদন- অনুপম সাহা