এদিকে মেয়ো রোডে তৃণমূলের ধরনা মঞ্চ খুলে দেওয়ার প্রতিবাদে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যের প্রতি জেলা, প্রতি ওয়ার্ড, প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে শামিল হবেন তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। মঞ্চস্থল থেকে দলের উদ্দেশে এই কর্মসূচির ডাক দিয়েছেন মমতা।
advertisement
ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে অত্যাচারিত হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকেরা। এই আবহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্যে রাজ্য সরকার চালু করেছে ‘শ্রমশ্রী’ প্রকল্প। এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনি এবং রবিবার, সপ্তাহে দু’দিন করে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা। সেখানেই তৈরি করা হয়েছিল ‘ভাষা আন্দোলন’ মঞ্চ।
সোমবার মেয়ো রোডের সেই ধরনা মঞ্চে হঠাৎই হাজির হন সেনাবাহিনীর জওয়ানেরা। খেলে দেন মঞ্চ। যান নিয়ে ফের রাজ্য রাজনীতির পারদ চড়েছে।