পার্টি অফিস ভাঙচুরের ঘটনার পর ত্রিপুরায় গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তৃণমূলের প্রতিনিধি দল। যার প্রতিবাদে আগরতলা এয়ারপোর্টে ধর্নায় বসেন কুণাল ঘোষ, সায়নী ঘোষরা। তৃণমূলের নেতাদের আটকানোর পরিপ্রেক্ষিতে কলকাতা থেকে মুখ্যমন্ত্রীও হুঁশিয়ারি দেন, প্রয়োজন পড়লে তিনিও আসবেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎ দফতরের গা ফিলতিতেই বিদ্যুৎকর্মীর অকাল মৃত্যু! দফতর ঘেরাও করে গ্রামবাসী যা করলেন…! শোরগোল
advertisement
এরই মাঝে বুধবার উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার কাটিয়াহাটে তৃণমূলের তরফে একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের বদলা নয় বদল শিখিয়েছেন। এদিন ত্রিপুরায় বিজেপি যা করেছে সেটা আমরাও পারি। আমরা রবীন্দ্র সংগীত না, আমরা গণসংগীত গাইতে পারি যখন তখন, কিন্তু আমরা তা করব না’।