রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে ডায়মন্ডহারবার নিয়ে বিশেষ ভাবে সরব বিজেপি। একদা ডায়মন্ডহারবারে সভা করতে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ওপর হামলায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছিল বিজেপি। ১০ ডিসেম্বর ২০২০' র সেই ঘটনা ডায়মন্ডহারবারকে রাতারাতি জাতীয় রাজনীতিতে চর্চার কেন্দ্রে এনে দিয়েছিল। সেই অভিযোগের তালিকায় সর্বশেষ সংযোযন, গত ২ ডিসেম্বর, ডায়মন্ডহারবারে শুভেন্দুর সভায় ভাঙচুরের ঘটনা।
advertisement
আরও পড়ুন: ৬ জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট, রবিবারের জন্য বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র দফতরের!
গত কয়েক বছর ধরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের 'অতি স্পর্শকাতর' কেন্দ্রের তালিকাতে ঢুকে পড়েছে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র। যদিও, কমিশনের মতে, কমিশনের কাছে সব কেন্দ্রই স্পর্শকাতর। এর সঙ্গে বিজেপির সন্ত্রাস অভিযোগের কোন সম্পর্ক নেই, ডায়মন্ডহারবার কেন্দ্রের প্রার্থী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'হাইপ্রোফাইল' অভিষেকের প্রার্থী হওয়ার কারনেই স্বাভাবিক ভাবে ডায়মন্ডহারবার কেন্দ্রটি আলাদা গুরুত্ব পায় কমিশনের কাছে।
আরও পড়ুন: পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন, নির্দিষ্ট প্রশ্নপত্র, নিয়ম অমান্য হলেই 'না' পর্ষদের
আর, শনিবার ডায়মন্ডহারবার এমপি কাপের উদ্বোধনে গিয়ে সাংসদ নিজেই দাবি করেছেন, ডায়মন্ডহারবার নির্বাচনে যেমন এক নম্বরে, তেমনি ফটবলেও এক নম্বরে। ২০১৭ সালে নিজের সংসদীয় কেন্দ্রে ডায়মন্ডহারবার এম পি কাপের সূচনা করেছিলেন অভিষেক। কোভিড ও বিধানসভা ভোটের জন্য গত ২ বছর বন্ধ থাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে রাজনীতিকে টেনে আনলেন অভিষেক।
ভাষণে অভিষেক বলেন, "রাজনীতির ময়দানে রাজনীতির খেলা যখন হবে,তখন রাজনীতির ময়দানে বিরোধীদের কীভাবে গণতান্ত্রিক ভাবে পুঁতে দিতে হয়, সেটা আমার জানা আছে। " প্রকাশ্যে অভিষেকের এই মন্তব্যকে কার্যত লুফে নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, " গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তৃণমূলের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন অভিষেক। এজন্য ওঁকে অভিনন্দন। "
ডায়মন্ডহারবারে চতুর্থবারের এম পি কাপের উদ্বোধন করতে এসে অভিষেক বলেন, ''ডায়মন্ডহারবারের সব মা, ভাই, বোনের কাছে বলব ডিসেম্বর মাসের আর মাত্র কুড়ি, একুশটা দিন বাকি। তারপরেই এই বছর শেষ। ২০২৩ এর জানুয়ারির এক তারিখ থেকে আবার রাজনীতি হবে। আগামী কুড়িটা দিন ডায়মন্ডহারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুমাত্র ফুটবল হবে।''
অভিষেকের মন্তব্যের জবাবে, বিজেপির ডায়মন্ডহারবার সংসদীয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বিজেপির এক রাজ্য নেতা বলেন," আমরা বরাবর এই অভিযোগই তো করেছি। ডায়মন্ডহারবারে বিজেপি ও বিরোধীদের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সন্ত্রাস জারি রেখেছে তৃণমূল। আজ অভিষেকের বক্তব্যে তা প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল, সাংসদের অঙ্গুলিহেলনেই এখানে সন্ত্রাস জারি রয়ছে। "
যদিও, গোটাটাই তৃণমূল ও বিজেপির গট আপ বলে দাবি সিপিএমের। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর মতে, ''বিষয়টা হল, তুমি আমাকে দেখ, আমি তোমাকে দেখছি। অনেকটা সেরকম। একটা যুদ্ধ যুদ্ধ ভাব। আসলে আঁতাত। কিন্তু, রাজ্যের মানুষ তৃণমূল বিজেপির এই খেলা ধরে ফেলেছে। কী অভিষেক আর কী শুভেন্দু, এরা যে মুদ্রার এপিঠ আর ওপিঠ। তা মানুষ বুঝতে পেরেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের মানুষ এর জবাব দেবে।''