Primary Tet Exam: ৬ জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট, রবিবারের জন্য বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র দফতরের!

Last Updated:

Primary Tet Exam: টেট-কে কেন্দ্র করে রাজ্যের ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সকাল ১১ টা থেকে পরিষেবা বন্ধ থাকছে।

টেটের জন্য কড়া প্রস্তুতি
টেটের জন্য কড়া প্রস্তুতি
#কলকাতা: প্রাথমিকের টেটকে কেন্দ্র করে রাজ্যের ৬ জেলায় ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ দিনাজপুর এই ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এই ছয় জেলার পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকাতে ইন্টারনেট পরিষেবা বন্ধ। আজ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ। এই ৬ জেলায় পরীক্ষা কে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা প্রাথমিক শিক্ষা পর্ষদের। বানচালের ও আশঙ্কা এই ছয় জেলা থেকে হতে পারে বলেই আশঙ্কা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার চেয়ে এই ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার প্রস্তাব দেয় পর্ষদ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর কে। তারপরই এই ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যের।শনিবার ই পরীক্ষা কে কেন্দ্র করে বানচালের আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্ষদ সভাপতি। তারপর স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই জেলা গুলোর পরীক্ষা সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
অন্যদিকে প্রাথমিকের টেট কে কেন্দ্র করে কার্যত নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের। পর্ষদের শনিবার থেকে শুরু হয়ে গেল কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম। আর এই কন্ট্রোল রুমের মাধ্যমেই টেট চলাকালীন কোন পরীক্ষা কেন্দ্রে কি ঘটছে তার লাইফ কভারেজে ছবি আসবে পর্ষদের কাছে। প্রাথমিকের কেন্দ্র করে নজিরবিহীন পদক্ষেপ নিল পর্ষদ। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় রাজ্য জুড়ে প্রায় ১০০০ টি পরীক্ষা কেন্দ্র থেকে এই ছবি সরাসরি চলে আসবে পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকছে,ঘরে বসে পরীক্ষা দিচ্ছে, বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এর পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হচ্ছে পরীক্ষার্থীদের, প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সব ছবি লাইভে আসবে পর্ষদের কাছে। সাধারণত নিট,jee এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি এই ভাবেই পরিচালিত করা হয়। সেই ধাঁচেই পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থাকে সাজিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
পর্ষদের কেন্দ্রীয় কন্ট্রোলরুমে ২৪ ঘন্টা ব্যাপী চলবে এই নজরদারি ব্যবস্থা। এর জন্য একাধিক মনিটর লাগানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোলরুমে। যার মাধ্যমে লাইভ কভারেজে পর্ষদ সরাসরি বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নজর রাখতে পারবেন। কোন পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হলে তার তথ্য ও পর্ষদের কাছে তৎক্ষণাৎ চলে আসবে। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন "আমরা স্বচ্ছ ভাবে পরীক্ষা পরিচালনা করতে চাই। এই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে পরীক্ষা ব্যবস্থা কে পরিচালনা করবে বলেই আশা রাখি।"
advertisement
রবিবার দুপুর বারোটা থেকে শুরু হবে টেট। দুপুর ২.৩০ টে পর্যন্ত হবে এই পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সকাল সাড়ে নটা থেকেই ঢুকতে হবে। বায়োমেট্রিক অ্যাটেনডেন্স এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। সবমিলিয়ে প্রাথমিকের টেট কে কেন্দ্র করে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary Tet Exam: ৬ জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট, রবিবারের জন্য বড় সিদ্ধান্ত স্বরাষ্ট্র দফতরের!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement