২০১৮ সাল থেকে বিনতা বেলঘড়িয়া নন্দন নগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মরত। গত পাঁচ বছর ধরে এখানেই চাকরি করছেন। তৃণমূল বিধায়কের মেয়ের লিস্টে নাম আসায় অস্বস্তিতে পড়েছেন হাড়োয়া তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হতে পারে, জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আপডেট
ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সিপিআইএম সরব হয়েছে। মিনাখাঁর সিপিআইএম নেতা প্রদ্যুৎ রায় বলেন, 'যে ভাবে চাকরি সুরক্ষা দিতে পারছেন না, কৃষকদের ব্যবস্থা করতে পারছেন না। তৃণমূলের নাম জড়িয়ে গিয়েছে দুর্নীতির সঙ্গে। ক্ষমতার অপব্যবহার করে কোথাও মেয়ে, কোথাও ছেলে, আবার কোথাও নিজের আত্মীয়দের ক্ষমতা বলে চাকরি দিয়েছেন। আমরা কোন রাজত্ব বাস করছি তারই ফলশ্রুতি আজ দেখা যাচ্ছে।'
advertisement
এ প্রসঙ্গে বিধায়ক ঊষারানি মণ্ডল মুখে কুলুপ এঁটেছেন। বিনতা এখন শ্বশুরবাড়ি দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে থাকেন। হাড়োয়ার দু'নম্বর তৃণমূলের ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন, বিধায়ক তার ক্ষমতা বলে যা করেছেন, কী করে চাকরি পেয়েছেন, সেটা ওনার ব্যাপার। তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী নয়। পুরো তৃণমূল দলকে দুর্নীতির আখ্যা দিয়ে কালিমালিপ্ত করা যাবে না।
জুলফিকার মোল্যা