গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকরা৷ কয়েকদিন আগে সিবিআই অভিযানের সময় পুকুরে নিজের দুটি মোবাইল ফেলে দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা৷ তাই তাপসের বাড়িতে অভিযানে গিয়ে বাড়তি সতর্ক ছিলেন সিবিআই আধিকারিকরা৷ অভিযানের শুরুতেই তেহট্টের বিধায়কেের দুটি ফোনই নিজেদের হেফাজতে নিয়ে নেন তাঁরা৷
advertisement
আরও পড়ুন: তাপসের বাড়িতেও পুকুর রহস্য, তৃণমূল বিধায়কের বাগানে পোড়া ছাই কীসের! খুঁজছে CBI
প্রায় পনেরো ঘণ্টা ধরে তাপস সাহার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই৷ এ দিন সকালে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা৷ তদন্তের স্বার্থে তাপসের দুটি মোবাইল ফোনই নিয়ে যান তাঁরা৷
সিবিআই বেরিয়ে যেতেই এ দিন স্থানীয় বাজারে গিয়ে একটি নতুন মোবাইল ফোন কেনেন তাপস সাহা৷ একেবারেই সাধারণ একটি ফোন কেনেন তিনি৷ নেন নতুন সিম কার্ডও৷ তৃণমূল বিধায়ক জানান, ইদের দিন অনেককে শুভেচ্ছা জানাতে হয় তাঁর৷ অনেকে তাঁকে ফোন করেন৷ তাই ফোন ছাড়া চলবে না৷ যদিও নতুন ফোন এবং সিম কেন বিষয়টি তিনি সিবিআই-কে জানানোর প্রয়োজন বোধ করেন বলেই জানিয়েছেন তাপস৷
সহ প্রতিবেদন: সমীর রুদ্র