পাকা রাস্তা থেকে গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নেই, বাড়ির মধ্যে চলাচল করছে নৌকা। ধানের জমির পাশে কোথাও এক হাঁটু জল, কোথাও আবার এক হাঁটু কাদা পেরিয়ে বাড়ি যান আবালবৃদ্ধবনিতা। এদিন খালি পায়ে কাদা জল পেরিয়ে গ্রামে যান বিধায়ক মধুপর্ণা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। গ্রামের বাসিন্দারা রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা করার আবেদন জানান বিধায়ককে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টির জেরে ভাঙল গুরুত্বপূর্ণ রাস্তা, ভেসে গেল বাঁধের অংশ! চরম বিপাকে বীরভূমবাসী
এই বিষয়ে এলাকাবাসী বলেন, গ্রামে আসার জন্য কোনও রাস্তা নেই। কাদা জল পেরিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে স্কুলের পড়ুয়া সহ সকলের। গ্রামে বিধায়ক এসেছেন, তাঁর কাছে আমরা রাস্তা ও গ্রামের জল নিকাশি ব্যবস্থা করার আবেদন জানিয়েছি। সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমরা সেই আশায় রয়েছি।
অন্যদিকে বাগদার বিধায়ক মধুপর্না বলেন, গ্রামে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। রাস্তার অবস্থা সত্যিই খারাপ এবং এখানকার জল নিকাশি ব্যবস্থাও ভাল নয়। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ২০২৬ সালের মধ্যে রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা করার জন্য উদ্যোগী হব।