TRENDING:

TMC MLA: বাড়ি-বাড়ি ঘুরছেন 'ডাক্তারবাবু', কান্তি-'যুগে'র পর রায়দিঘির ভরসা নতুন বিধায়ক

Last Updated:

TMC MLA: শুক্রবার রায়দিঘি বিধানসভা এলাকার গ্রামে গ্রামে মাস্ক স্যানিটাইজার নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেই মাইক হাতে করোনা সচেতনতায় প্রচার করেন বিধায়ক অলোক জলদাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়দিঘি: তিনি নিজেই একজন চিকিৎসক। একুশের নির্বাচনে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। তাই করোনা পরিস্থিতিতে নিজের বিধানসভা এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গলায় স্টেথো ঝুলিয়ে ঘুরছেন রায়দিঘির বিধায়ক ডাঃ অলোক জলদাতা।
বাড়িতে এলেন বিধায়ক
বাড়িতে এলেন বিধায়ক
advertisement

শুক্রবার রায়দিঘি বিধানসভা এলাকার গ্রামে গ্রামে মাস্ক স্যানিটাইজার নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি নিজেই মাইক হাতে করোনা সচেতনতায় প্রচার করেন বিধায়ক। এমনকী গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে অসুস্থ মানুষদের চিকিৎসাও করেন তিনি।

আরও পড়ুন: ভেবে এনেছিলেন কুকুর ছানা, দিন কয়েক বাদেই মনিবের মাথায় আকাশ ভেঙে পড়ল!

advertisement

পাশাপাশি তিনি জানান, কোভিড পরিস্থিতিতে জনপ্রতিনিধি হিসেবে যেমন এলাকার ভালো মন্দ বোঝার দায়িত্ব তাঁর উপর, তেমনি একজন চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের স্বাস্থ্যের খোঁজ নিতেও এমন উদ্যোগ আরও নেবেন বলেও জানান বিধায়ক।

আরও পড়ুন: নিমেষে বাড়ছে সংক্রমণ, অবস্থা ভয়াবহ! রাজ্যের 'এই' জায়গার বাসিন্দা নন তো আপনি?

করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গেছে। কড়া বিধিনিষেধের পথেও হেঁটেছে রাজ্য। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের নিজেদের এলাকায় থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সূত্রে রায়দিঘির বিধায়কের এই ভূমিকা তাঁর নিজের বিধানসভা এলাকায় রীতিমতো প্রশংসা পাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

----আনিসুদ্দিন মোল্লা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC MLA: বাড়ি-বাড়ি ঘুরছেন 'ডাক্তারবাবু', কান্তি-'যুগে'র পর রায়দিঘির ভরসা নতুন বিধায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল