গোবর্ধনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ৯টি আসনে লড়াই হয়৷ ৯টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটি আসনে লড়াই করে৷ দুটি আসনে লড়েন বাম সমর্থিত প্রার্থীরা৷ এই ৯টি আসনেই জয়লাভ করে তৃণমূল এবং বামেদের জোট প্রার্থীরা৷
জেলার এক বাম নেতা জানিয়েছেন, সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ৫টি আসনে প্রথমে মনোনয়ন জমা দেন তাঁদের প্রার্থীরা৷ কিন্তু বামফ্রন্ট নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী তিনজন প্রার্থী পরে মনোনয়ন প্রত্যাহার করেন৷ কিন্তু দু জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি৷
advertisement
স্থানীয় তৃণমূল নেতৃত্বে দাবি, সমবায় রক্ষা করার তাগিদেই বামেদের সঙ্গে জোট করা হয়েছে৷ যদিও এই জোটকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ তাঁদের দাবি, এই জোট অথবা সমবায় ভোটের ফলের কোনও প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে পড়বে না৷ ২০১১ সাল থেকেই এই কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে৷ ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে জয় পান তৃণমূলের সোহম চক্রবর্তী৷
