গত শনিবার অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়দের কলকাতায় ডেকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ ওই দিনই দুপুরে বীরভূমে তৃণমূলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ জুন বোলপুরে জেলা কমিটির বৈঠক ডাকেন কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়৷ এই মেসেজ আসার ঘণ্টা দেড়েকের মধ্যেই নিজের তৈরি করা অন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ২৫ তারিখেই জেলা কমিটির বৈঠক ডাকেন অনুব্রত৷
advertisement
আরও পড়ুন: ‘২০২৬-এ শূন্য হয়ে যাবেন’, হুঙ্কার মমতার! সাসপেন্ড বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও, বিধানসভায় তুলকালাম
একই দিনে আশিস বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল জেলা কমিটিরই আলাদা আলাদা বৈঠক ডাকায় বীরভূমের দলীয় সংগঠনেই বিভ্রান্ত ছড়ায়৷ কোর কমিটির চেয়ারম্যানের সঙ্গে অন্যান্য সদস্যদের যে সমন্বয় নেই, তাও স্পষ্ট হয়ে যায়৷ অনুব্রতর এই দ্বিতীয় বার বৈঠক ডাকা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগও জমা পড়ে৷ তার পরই আজ দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে ফোন যায় অনুব্রতর কাছে৷ তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, দলের সাংগঠনিক মিটিং ডাকার একমাত্র অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়ই৷ আলাদা করে মিটিং ডাকার ঘটনায় যে দল তাঁর উপরে ক্ষুব্ধ, সেই বার্তাও দেওয়া হয় অনুব্রতকে৷
কয়েকদিন আগে বোলপুর থানার আইসি-কে গালিগালাজ করে এবং হুমকি বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল৷ সেই ঘটনাতেও দলের নির্দেশে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি৷ তার পরেও অনুব্রতর এই বেপরোয়া আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব৷ কিছুদিন আগেই অনুব্রতকে বীরভূমে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ এই মুহূর্তে খাতায় কলমে শুধুই কোর কমিটির সদস্য অনুব্রত৷