নবকুমার রায়, কালনা: কালনা এক নম্বর ব্লকের মধুপুর কমিউনিটি হলে বিজয়া সম্মেলনের মঞ্চে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। শনিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছিল সেখানে। হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।
advertisement
১৯৯৮ সালে দল প্রতিষ্ঠিত হওয়ার সময় যে সমস্ত পুরনো কর্মীরা সেই সময় দলে যোগদান করেছিলেন, তাদের এই মঞ্চ থেকে সংবর্ধনা জানানো হয়। আর এরপরই আবেগঘন হয়ে কেঁদে ফেললেন রাজ্যের মন্ত্রী। পাশে থাকা দলের কর্মীরা, তখন তাকে ধরে সামলান আবেগঘন সুরে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ”সিপিএমের হার্মাদের সঙ্গে লড়াই করে দলকে ক্ষমতায় এনেছি। তাদের সকলকে এক মঞ্চে দেখতে পেয়ে একটু আবেগ তাড়িত হয়ে পড়েছি।”
তিনি আরও বলেন, ”সিপিএম যেমন কৌটো বাজিয়ে পয়সা তুলত, তেমনই একই কায়দায় বিজেপিও সেই পথ নিয়েছে।” রাম বাম এক বলেও এদিন কটাক্ষ করেন তিনি। সর্বশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”১৯৯৮ সালের কঠিন সময় যারা তৃণমূলের সঙ্গে ছিল, তাদের ৯০% মানুষকে মঞ্চে দেখে আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম, তাই চোখে জল।”
যদিও এ নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। রাম-বাম এক, এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সুভাষ পাল বলেন, ”মানুষের কাজ করার জন্য বিজেপি কর্মীরা যদি সাহায্য চায়, তাহলে অন্যায় কোথায়? তৃণমূলের মতো চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি তো করেনি!”