TRENDING:

TMC Leader: 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারি না!' পদ চলে যেতেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রীপত্নী-তৃণমূল নেত্রী! কে জানেন তিনি? কীসের ইঙ্গিত দিলেন?

Last Updated:

TMC Leader: সৌমেন মহাপাত্রর স্ত্রী সুমনা মহাপাত্র বলেন, ''শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারি না। মাইক্রোফোনে বলতে পারি না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিস্ফোরক সুমনা মহাপাত্র!
বিস্ফোরক সুমনা মহাপাত্র!
advertisement

কাঁথি: তৃণমূলের ব্লক সভাপতির পদ চলে যাওয়ার পর নিজের ক্ষোভের কথা জানালেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রর স্ত্রী সুমনা মহাপাত্র! সাংবাদিক বৈঠক করে শুক্রবার তিনি নিজের ক্ষোভের কথা শুনিয়েছেন, তুলেছেন বিভিন্ন প্রশ্নও! পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর আজ রীতিমতো বিস্ফোরক সুমনা

advertisement

তিনি বলে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারি না। মাইক্রোফোনে বলতে পারি না। দলের কাছে এটা আমাদের মাইনাস পয়েন্টবিজেপির সঙ্গে আমাদের যোগাযোগ আছে বলে মিথ্যা প্রচার করা হয়। আমি মনে করি, বিরোধী দলকেও সম্মান করা উচিত। বিরোধী না থাকলে উন্নয়ন হয় নাআমি বিরোধী দলকে নোংরা কথা বলতে পারছি নাএটা আমাদের মাইনাস পয়েন্টকিন্তু দলের একাংশ যে পথে চলেন, তারা নিজেদের জাহির আব্বাস ভাবেন।”

advertisement

আরও পড়ুন: ‘এই সিদ্ধান্ত ভুল!’ কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার! বাংলাদেশে পুশব্যাক মামলায় মুখ পুড়ল কেন্দ্রের

বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার ব্লক কমিটি এবং শহর কমিটির নাম ঘোষণা হয়েছে তারপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন সভানেত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রের স্ত্রী তথা পাঁশকুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সুমনা মহাপাত্র।

advertisement

তিনি বলেন, লোকসভা ভোটে আমার নিজের ওয়ার্ডে আমি দলকে লিড দিতে পারিনি। তাই পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলাম। গতকাল নতুন কমিটি গঠন হয়েছে। আমি ধন্যবাদ জানাব নতুন সভাপতিকে। তবে শুভেন্দুবাবুকে এবং বিরোধীদের গালাগালি দিতে পারি না, বাজে কথা বলতে পারি না বলে অনেকের রাগ। দুর্নীতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানিয়েছি। দলকেও জানিয়েছি। তবে কোন কাজ হয়নিপাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কাণ্ডে ছেলের নাম জড়িয়ে দেওয়া হয়েছে সেই কারণে তৃণমূলের একাংশকে দায়ী করছেন তিনি।

advertisement

সুমনা প্রশ্ন তোলেন, এতদিন জানা সত্ত্বেও রোগী কল্যাণ সমিতি ক করছিল! কেন ২০১৬ থেকে জহির আব্বাসের কুকীর্তি জানার পরেও রোগী কল্যাণ সমিতি কোন পদক্ষেপ করেনি?

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Leader: 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারি না!' পদ চলে যেতেই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্ত্রীপত্নী-তৃণমূল নেত্রী! কে জানেন তিনি? কীসের ইঙ্গিত দিলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল