TRENDING:

Hooghly News: দু'দিন আগেই পৌঁছে গেল সান্তাক্লজ! তারপর যা হল...

Last Updated:

চারিদিকে শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। এই সময় গল্পের সান্তাক্লজের জন্য অপেক্ষায় থাকে শিশুরা। অল্পবয়সীরা মনে করে, রাতে ঘুমের মধ্যে সান্তাক্লজ এসে তাদের জন্য উপহার রেখে যাবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সাদা দাড়ি, লাল-সাদা টুপি, পরিচিত লাল পোশাক সঙ্গে কাঁধে বড় ঢাউস ঝোলা ব্যাগ। সান্তাক্লজের বেশে ধরা দিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়। বড়দিনের আগে দৃষ্টিহীনদের স্কুলে এসে সান্তাক্লজের মতোই কচিকাঁচাদের হাতে তুলে দিলেন উপহার। যা দেখে তাজ্জব অভিভাবক-অভিভাবিকা থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সকলেই।
advertisement

আরও পড়ুন: উদ্বোধন হলেও চালু হয়নি মডেল স্কুল, নতুন বাড়ি নিয়ে কী হবে? প্রশ্ন জয়গাঁবাসীর

চারিদিকে শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। এই সময় গল্পের সান্তাক্লজের জন্য অপেক্ষায় থাকে শিশুরা। অল্পবয়সীরা মনে করে, রাতে ঘুমের মধ্যে সান্তাক্লজ এসে তাদের জন্য উপহার রেখে যাবে। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সান্তাক্লজ সেজে সেই ভূমিকাতেই অবতীর্ণ হলেন। তাঁর সামাজিক সংগঠন প্রকৃতি নানা সমাজিক কাজ করেন। সেই সংগঠনের সদস্যদের নিয়ে তিনি বড় দিনের দু’দিন আগে পৌঁছে যান উত্তরপাড়া মাখলার একটি দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুলে। ঝুলি ভর্তি উপহার নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যান সুবীরবাবু। বড়দিনের আগে বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এমন উদ্যোগ প্রসঙ্গে সুবীর মুখোপাধ্যায় বলেন, কখনও রেল স্টেশনে থাকা শিশুদের, কখনও ইটভাটার শিশুদের কাছে সান্তাক্লজ সেজে গিয়েছি।তারা খুব আনন্দ পেয়েছে। আজ ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে এসেছি। যেহেতু আমি শিক্ষা কর্মাধ্যক্ষ তাই এই বছর ঠিক করি ব্লাইন্ড স্কুলের শিশুদের কাছে পৌঁছব। এই শিশুরা সান্তাকে চোখে না দেখতে পারলেও তারা অনুভব করতে পেরেছে।দৃষ্টিহীন পড়ুয়ারা গান বাজনা করে। কেক, চকলেট উপহার পেয়ে তারা খুব খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: দু'দিন আগেই পৌঁছে গেল সান্তাক্লজ! তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল