পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কৈচর ২ নং পঞ্চায়েতের বাজার গ্রামের ঘটনা। আবাস যোজনায় উপভোক্তাদের মধ্যে কারও কাছ থেকে পাঁচ হাজার আবার কারও কাছে সাত হাজার টাকা করে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সাত তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা অরূপ রায়, রাজীব রায়, অসীম মণ্ডল, অসীম মিশ্র, প্রদীপ মাঝি, সুরজিৎ মাঝি ও বিশু সাঁতরারা সালিশিসভায় এসে কাটমানির নেওয়ার কথা কবুল করে টাকা ফেরত দেবে বলে লিখে যায়। আজ দুপুরে দুই নেতা অরূপ রায় ও রাজীব রায় ২৩ জন গ্রামবাসীকে টাকা ফেরত দিল।
advertisement
রাজীব রায় আজ কাটমানির টাকা ফেরত দিতে এসে অসুস্থ হয়ে পড়ে। রাজীব রায়ের পরিবারের লোকেরা অসুস্থ রাজীবকে বাড়ি নিয়ে চলে যায়। সাংবাদিকদের ছবি তুলতে বাধাও দেয়।গ্রামবাসীদের অভিযোগ হুমকি ও ভয় দেখিয়ে ৪০ জন গ্রামবাসীর কাছ থেকে অভিযুক্ত তৃণমূল নেতারা কাটমানি আদায় করেছিল। টাকা ফেরত পেয়ে গ্রামবাসীরা খুশি। কাটমানি বাবদ বাকি আরও ৮০ হাজার টাকা সোমবারের মধ্যে অভিযুক্ত নেতারা ফেরত দেবে বলে লিখিত আশ্বাস দিয়েছে।