প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় আট থেকে নটি গুলি করা হয় ভিকিকে৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় প্রথমে তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভিকিকে মৃত বলে ঘোষণা করেন৷
আরও পড়ুন: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ! বাণিজ্য সম্মলনের মঞ্চে বিরাট চমক মমতার
advertisement
স্থানীয় সূত্রে খবর, ভিকি এলাকার পুরনো এবং সক্রিয় তৃণমূল কর্মী৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় এলাকা বিজেপি কর্মীদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনাতেও ভিকির নাম জড়িয়েছিল বলে খবর৷ তিনি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলেরও ঘনিষ্ঠ বলে খবর৷
প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই দাঁড়িয়ে ছিলেন ভিকি৷ সেই সময় বাইকে করে তিন দুষ্কৃতী এসে তাঁকেই জিজ্ঞেস করে ভিকি যাদব কে? ভিকি নিজের পরিচয় দিতেই তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা৷ হাতে, পায়ে, পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ভিকি৷ ঘটনার পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ৷ এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷