নিজেদের খামারে নতুন ধান তোলা হয়েছে। তা দেখতে গিয়ে আক্রমণের মুখে পড়লেন শাঁখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা মেহেরুন্নেসা খাতুন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ ব্লকের কেশবপুর পশ্চিম পাড়ায়। এ ব্যাপারে এলাকার কয়েক জনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। নির্যাতিতা পঞ্চায়েত সদস্যার দাবি, হামলাকারীরা বিজেপি করে।
জানা গিয়েছে যে, শাঁখারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য মেহেরুন্নেসা খাতুন নিজেদের খামারে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় এলাকারই বিদ্যুৎ, মির কালো সহ তিন জন তৃণমূলের নামে কুকথা বলে তাঁকে উত্যক্ত করার চেষ্টা করে। তাদের মধ্যে বিদ্যুৎ নামে এক ব্যক্তি সেখান থেকে উঠে গিয়ে হুকিং করে ধান ঝাড়ছিলেন। বিষয়টি চোখে পড়তেই সে ছবি মোবাইল ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন মেহেরুন্নেসা।
advertisement
সেই সময় বিদ্যুৎ নামক ওই ব্যক্তি ধাক্কা মেরে তাঁকে ফেলে দেন বলে অভিযোগ। মোবাইল কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁর আঙুলও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পরিবারের সদস্যদের একত্রিত করে এনে শাঁখারী এক নম্বর পঞ্চায়েত সদস্যার বাড়িতে চড়াও হয়। জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ।
আরও পড়ুন, ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মির কালো। তিনি জানান, এখানে কেউ বিজেপি করে না। আমরা সকলেই তৃণমূল কংগ্রেস করি।
আরও পড়ুন, 'জতুগৃহ' ট্য়াংরা, রাবারের কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় খণ্ডঘোষ থানার পুলিশ। ঘটনায় কেন্দ্র করে বিজেপি তৃণমূল চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি অশান্তি করার জন্য প্ররোচনা তৈরি করছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। বিজেপির বক্তব্য মিথ্যে অভিযোগে তাদের কর্মীদের ফাাঁসানোর চেষ্টা করা হচ্ছে।