TRENDING:

সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশনে তৃণমূল, ভাটপাড়া পুরসভা দখলের লড়াইয়ে নজর সবপক্ষের

Last Updated:

বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে পরাজয় হজম করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ARNAB HAZRA
advertisement

#কলকাতা:  বৃহস্পতিবার টানটান লড়াইয়ের পর হাইকোর্টের নির্দেশে পরাজয় হজম করতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। ভাটপাড়া পুরসভায় বিজেপির চেয়ারম্যানকে অনাস্থায় সরিয়ে দেওয়ার পরও আদালতের নির্দেশে খাতায়-কলমে চেয়ারম্যান থেকে গিয়েছে সেই বিজেপির কাউন্সিলর।বিচারপতি অরিন্দম সিনহা'র নির্দেশ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।তাঁদের যুক্তি, সাম্প্রতিক কর্ণাটক, মহারাষ্ট্র বিধানসভার দিকে নজর দিলেই বোঝা যায় অনাস্থা আসলে কী।

advertisement

সুপ্রিম কোর্ট বারবার পর্যবেক্ষণে জানিয়েছে, গণতন্ত্রের শেষ কথা 'সংখ্যা'। ভাটপাড়া পুরসভায় সেই সংখ্যা যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে তখন বিজেপির চেয়ারম্যানের এক মুহুর্ত পদে থাকা উচিত নয়। সিঙ্গল বেঞ্চের হার থেকে শিক্ষা নিয়ে শুক্রবার নতুন লড়াইয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি দীপঙ্কর দত্ত ডিভিশন বেঞ্চে এদিন ভাটপাড়া অনাস্থা প্রসঙ্গ তুলে ধরবে তৃণমূল কাউন্সিলরদের আইনজীবী। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন রাখা হবে। ডিভিশন বেঞ্চ তা মঞ্জুর করলে,শুক্রবারই শুনানি করে ভাটপাড়া অনাস্থার ফয়সালা চায় তৃণমূল।

advertisement

আরও পড়ুন - শনশন করে বইছে হাওয়া, সঙ্গে বৃষ্টি, শীত নিয়ে আরও কী জানাল আবহাওয়া দফতর

পুরুলিয়ার ঝালদা পুরসভায় ২০১৬ সালের ঘটনা সামনে রেখে বিচারপতি অরিন্দম সিনহা বৃহস্পতিবার রায় দেন। তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের যুক্তি, ঝালদা পুরসভায় ভাইস চেয়ারম্যান এর অনাস্থা বৈঠক বৈধ রাখে হাইকোর্ট এটা সত্যি তবে বৈঠক ডাকা থেকে তা সংঘঠিত হওয়া পর্যন্ত সময়কাল কমিয়ে দেয় আদালত।এই দ্বিতীয় জায়গাটি হাতিয়ার করছে এবার তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, ডিভিশন বেঞ্চে ভাটপাড়া মামলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলররা।

advertisement

আরও দেখু ন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশনে তৃণমূল, ভাটপাড়া পুরসভা দখলের লড়াইয়ে নজর সবপক্ষের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল