TRENDING:

TMC on Baby Kole: প্রবীণ বাম নেতাকে বেধড়ক মার, খড়্গপুরের সেই নেত্রীকে বড় শাস্তি দিল তৃণমূল! কী ঘোষণা করল শাসক দল?

Last Updated:

কেন ওই তৃণমূলনেত্রীকে পুলিশ গ্রেফতার করছে না, তা নিয়ে খড়্গপুর জুডে়ই ক্ষোভ সৃষ্টি হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোভন দাস, মেদিনীপুর: খড়্গপুরে রাস্তায় ফেলে প্রবীণ বামনেতাকে মারধর এবং নিগ্রহের ঘটনায় অভিযুক্ত নেত্রী বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল৷ এ দিন মেদিনীপুরে এ কথা জানিয়েছেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার৷ অভিযুক্ত নেত্রীকে বহিষ্কারের জন্যপশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে নির্দেশ দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ৷
খড়্গপুরের ঘটনায় কঠোর সিদ্ধান্ত তৃণমূলের৷
খড়্গপুরের ঘটনায় কঠোর সিদ্ধান্ত তৃণমূলের৷
advertisement

গত ৩০ জুন খড়্গপুরে এলাকার প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তার উপরে বেধড়ক মারধর করেন এলাকার তৃণমূলনেত্রী বেবি দাস৷ কিল, চড়, ঘুষির পাশাপাশি ওই বৃদ্ধকে রাস্তায় ফেলে জুতোপেটা করেন বেবি দাস এবং তাঁর সঙ্গী এক মহিলা৷ প্রাণ বাঁচাতে ওই বৃদ্ধ একটি রংয়ের দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁর গায়ে রং ঢেলে দেন ওই তৃণমূলনেত্রী৷ ছিঁড়ে দেওয়া হয় প্রবীণ বাম নেতার পোশাক৷

advertisement

এই ঘটনার পরই ওই তৃণমূলনেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বাম নেতা৷ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই অভিযুক্ত নেত্রীকে শো কজ করে তৃণমূল নেতৃত্ব৷ কিন্তু তার পর এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ অভিযুক্ত নেত্রীকে গ্রেফতার করেনি বলে অভিযোগ৷ ন্যায়বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলাও করেন আক্রান্ত ওই বাম নেতা৷

এ দিকে দলের শোকজের জবাবেও কোনও অনুশোচনা প্রকাশ করেননি অভিযুক্ত তৃণমূলনেত্রী৷ তিনি দাবি করেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই৷ ব্যক্তিগত কারণেই ওই বৃদ্ধের উপরে হামলা চালিয়েছেন তিনি৷ ফলে এই ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয়নি বলেই দাবি করেন অভিযুক্ত তৃণমূলনেত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কেন ওই তৃণমূলনেত্রীকে পুলিশ গ্রেফতার করছে না, তা নিয়ে খড়্গপুর জুডে়ই ক্ষোভ সৃষ্টি হয়েছে৷ শাসক দলের সঙ্গে যুক্ত বলেই অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করছে না বলেও সরব হয়েছেন বিরোধীরা৷ তার পরই অভিযুক্ত নেত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তৃণমূল৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC on Baby Kole: প্রবীণ বাম নেতাকে বেধড়ক মার, খড়্গপুরের সেই নেত্রীকে বড় শাস্তি দিল তৃণমূল! কী ঘোষণা করল শাসক দল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল