তিনি বলেন, ''আমি প্রণাম করতে এসেছিলাম। বললেন ভালো থাকিস। কাজ করিস। নেত্রীর কাছে সবাই আসতে পারেন। বটবৃক্ষ মমতা বন্দোপাধ্যায়। দল ঠিক করবে কে কী পদ পাবে। কে কী কাজ করবে। দল যা কাজ করতে বলবে, তাই করব। আমি ৪০ বছর ওঁর সঙ্গে আছি। বিধাননগর মানুষ সব পরিষেবা পাবেন।''
আরও পড়ুন: ম্যাজিক দেখালেন গৌতম, পর্যুদস্ত অশোক, শিলিগুড়ির 'খেলা'য় বাজিমাত তৃণমূলের
advertisement
আপনি কি ফের মেয়র হচ্ছেন? কৃষ্ণার সংযোজন, ''আমাকে যে দায়িত্ব দেবে দল, সেই কাজ করব। দলে যে কেউ আসতে পারেন। মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদ আমার কাছে উপহার। কোথাও কোনও ঝামেলা হয়নি৷ মানুষ রায় দিয়েছে। মানুষ গণতন্ত্রের পক্ষ নিয়েছে। মানুষ যাকে রায় দেয়, সেই শেষ কথা বলবে।''
আরও পড়ুন: রাস্তা দিয়ে এ কী ছুটছে! পিংলায় একটি লরিকে কেন্দ্র করে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের
জয়ের পর সব্যসাচী দত্তের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার প্রসঙ্গটিও উঠে আসে। তিনিও কি যাবেন অভিষেকের বাড়িতে? কৃষ্ণার সাফ জবাব, ''অভিষেক আমার পুত্রসম। ওকে হাসপাতাল থেকে আমি কোলে করে এনেছি। দেখা করার প্ল্যান নেই। তবে বাড়ির দিকে যাব৷ কে কোথায় যাবে সেটা তার ব্যাপার।
''