আড়িয়াদহের ওই যুব তৃণমূল নেতা বুম্বাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর পক্ষ জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে। হাসপাতাল থেকে বুম্বা জানান, “বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছিলাম। বাবু পাড়ার কাছে জয়ন্ত, জঙ্ঘা, সৈকত মান্না সহ ১৫-২০ জন আমাকে ঘিরে ধরে গুলি চালায়। পায়ের ভিতরে গুলি লেগে বেরিয়ে যায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে বাইক থেকে পড়ে যায়। তারপর আধ ঘন্টা ধরে আমাকে রড, বাঁশ দিয়ে মারধর করে। আমি চাই দোষীদের যেন শাস্তি হয়।”
advertisement
আরও পড়ুন: কেন এসেছিলেন কুন্তল? কোথা থেকে এল সায়নীর ফ্ল্যাট কেনার কোটি টাকা? ইডি তলব করতেই…!
যদিও এই ঘটনায় পুলিশ সূত্রে দাবি কোনও গুলি চলেনি। কোদালের বাট জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে বুম্বাকে। হাতে, পায়ে চোট পেয়েছেন তিনি। এদিকে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার আরও এক নজির মেলায় কিছুটা অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রুদ্র নারায়ণ রায়
