TRENDING:

TMC Clash: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযোগ 'তৃণমূলের' বিরুদ্ধেই! দক্ষিণেশ্বর তোলপাড়

Last Updated:

TMC Clash: অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। আহত বুম্বা কামারহাটি রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিনেশ্বর : দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতা বুম্বাকে মারধরের অভিযোগ তৃণমূলেরই অপর পক্ষ জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রড দিয়ে মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে বুম্বাকে। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে গুলিও চালানো হয়। যদিও অভিযোগ, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা। আহত বুম্বা কামারহাটি রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি
advertisement

আড়িয়াদহের ওই যুব তৃণমূল নেতা বুম্বাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলেরই অপর পক্ষ জয়ন্ত সিংয়ের দলবলের বিরুদ্ধে। হাসপাতাল থেকে বুম্বা জানান, “বাড়ি থেকে বেরিয়ে অফিস যাচ্ছিলাম। বাবু পাড়ার কাছে জয়ন্ত, জঙ্ঘা, সৈকত মান্না সহ ১৫-২০ জন আমাকে ঘিরে ধরে গুলি চালায়। পায়ের ভিতরে গুলি লেগে বেরিয়ে যায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে বাইক থেকে পড়ে যায়। তারপর আধ ঘন্টা ধরে আমাকে রড, বাঁশ দিয়ে মারধর করে। আমি চাই দোষীদের যেন শাস্তি হয়।”

advertisement

আরও পড়ুন: ‘এল নিনো’-র রক্তচক্ষু…! জুলাইয়ের শুরুতেই আমূল ভোলবদল আবহাওয়ার! বর্ষায় গরম হবে চরম? খেল শুরু

আরও পড়ুন: কেন এসেছিলেন কুন্তল? কোথা থেকে এল সায়নীর ফ্ল্যাট কেনার কোটি টাকা? ইডি তলব করতেই…!

যদিও এই ঘটনায় পুলিশ সূত্রে দাবি কোনও গুলি চলেনি। কোদালের বাট জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে বুম্বাকে। হাতে, পায়ে চোট পেয়েছেন তিনি। এদিকে ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসার আরও এক নজির মেলায় কিছুটা অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Clash: যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি! অভিযোগ 'তৃণমূলের' বিরুদ্ধেই! দক্ষিণেশ্বর তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল