TRENDING:

South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর

Last Updated:

এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায়  জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ভোটে জয়লাভ করার পর যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে মেতে উঠলেন। তিনি এই প্রথমবার সাংসদ হলেন এবং মানুষের জন্য তিনি কাজ করতে চান এমনটাই জানিয়েছেন।  পাশাপাশি তিনি আরও বলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার কাছে একটি চ্যালেঞ্জিং এবং প্রেসটিজের লড়াই ছিল । এই জয়টি শুধুমাত্র সায়নী ঘোষের নয় যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি তৃণমূল সৈনিক কর্মীদের জয় । কারণ ভোটের সময় এই সমস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকরা  প্রতিটি বুথে বুথে গিয়ে বলেছেন আমিই সায়নী ঘোষ আমাকে ভোট দিন, এটাই তার প্রতিফলন। এবং এই জয়টাকে তিনি তার মাকেও উৎসর্গ করেন। মা ছাড়া প্রথম জয়লাভ।
advertisement

আরও পড়ুন:  ভোট মিটতেই ভিন রাজ্যে ফেরার হিড়িক পরিযায়ী শ্রমিকদের

এর পাশাপাশি তিনি আরও বলেন। বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায়  জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্যে । দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী পাঁচ বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন। যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামীদিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজিতে বিজয় সভা হয়। সেখানে দলীয় কর্মীরা তাকে সম্বর্ধনা দেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জয়ের পরেই নিজের কেন্দ্রের প্রতি বুথে যাওয়ার আশ্বাস সায়নীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল