ভোট পরবর্তী সন্ত্রাসে দেগঙ্গায় এবার ঘরছাড়া হতে হল খোদ শাসকদলের প্রার্থী-সহ তাঁর পরিবার ও অনুগামীদের। বাড়ি, গাড়ি, ক্লাব ভাঙচুরের অভিযোগ জয়ী নির্দল প্রার্থীদের অনুগামীদের বিরুদ্ধে। আতঙ্কে সপরিবার আত্মগোপন শাসক দলের প্রার্থী। বাড়ি ফিরতে চেয়ে প্রশাসন, দলীয় নেতৃত্বের কাছে আবেদন শাসক দলের প্রার্থী সম্রাট কাহারের।
আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা শিখতে ত্রিপুরায় আসা উচিত! তৃণমূল নেতাদের তোপ মানিক সাহার
advertisement
আরও পড়ুন: ৫ টাকা ডেলিভারি ফি দিতে লিঙ্কে ক্লিক, ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যা ঘটল, শিউরে উঠবেন!
ঘটনাটি দেগঙ্গার সোহাই-স্বেতপুর পঞ্চায়েতের দৈবঞ্জপোল এলাকার। সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের ৭৮ নং বুথে প্রার্থী হয়েছিল তৃণমূলের সম্রাট কাহার। যিনি দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মণ্ডলের অনুগামীদের একজন বলে পরিচিত। তাঁর বিরোধী প্রার্থী ছিলেন নির্দলের সইদুল ইসলাম। সম্রাট কাহারের অভিযোগ, ভোটের দিন রাত থেকে তাঁর এবং তাঁর অনুগামীদের বাড়ি, ক্লাব ভাঙচুর ও বোমাবাজি করে তাদের এলাকা ছাড়া করে দেয় নির্দল প্রার্থীর অনুগামীরা। তারপর থেকে তাঁরা ঘরছাড়া। আতঙ্কে আত্মগোপন করে আছেন সপরিবার।
এবিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মফিদুল হক সাহাজী ঘটনার কথা স্বীকার করে বলেছেন সম্রাট কাহারকে নির্ভয়ে বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।
জিয়াউল আলম