TRENDING:

Panchayat Election 2023 : উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর

Last Updated:

Panchayat Election 2023 : ভোট পরবর্তী সন্ত্রাসে দেগঙ্গায় এবার ঘরছাড়া হতে হল খোদ শাসকদলের প্রার্থী-সহ তাঁর পরিবার ও অনুগামীদের। বাড়ি, গাড়ি, ক্লাব ভাঙচুরের অভিযোগ জয়ী নির্দল প্রার্থীদের অনুগামীদের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা: জেলাজুড়ে উঠছে শাসকদলের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। আর এবার উল্টো চিত্র। দেগঙ্গায় জয়ী নির্দল প্রার্থীদের সন্ত্রাসে ঘরছাড়া খোদ শাসক দলের প্রার্থীর। নির্দল প্রার্থী ও অনুগামীদের মদতকারীদের ঘিরে উঠেছে দলীয় গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত।
নির্দল প্রার্থীর অত্যাচারে ঘরছাড়া তৃণমূল প্রার্থী
নির্দল প্রার্থীর অত্যাচারে ঘরছাড়া তৃণমূল প্রার্থী
advertisement

ভোট পরবর্তী সন্ত্রাসে দেগঙ্গায় এবার ঘরছাড়া হতে হল খোদ শাসকদলের প্রার্থী-সহ তাঁর পরিবার ও অনুগামীদের। বাড়ি, গাড়ি, ক্লাব ভাঙচুরের অভিযোগ জয়ী নির্দল প্রার্থীদের অনুগামীদের বিরুদ্ধে। আতঙ্কে সপরিবার আত্মগোপন শাসক দলের প্রার্থী। বাড়ি ফিরতে চেয়ে প্রশাসন, দলীয় নেতৃত্বের কাছে আবেদন শাসক দলের প্রার্থী সম্রাট কাহারের।

আরও পড়ুন: শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা শিখতে ত্রিপুরায় আসা উচিত! তৃণমূল নেতাদের তোপ মানিক সাহার

advertisement

আরও পড়ুন: ৫ টাকা ডেলিভারি ফি দিতে লিঙ্কে ক্লিক, ফ্যাশন ডিজাইনারের সঙ্গে যা ঘটল, শিউরে উঠবেন!

ঘটনাটি দেগঙ্গার সোহাই-স্বেতপুর পঞ্চায়েতের দৈবঞ্জপোল এলাকার। সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের ৭৮ নং বুথে প্রার্থী হয়েছিল তৃণমূলের সম্রাট কাহার। যিনি দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মণ্ডলের অনুগামীদের একজন বলে পরিচিত। তাঁর বিরোধী প্রার্থী ছিলেন নির্দলের সইদুল ইসলাম। সম্রাট কাহারের অভিযোগ, ভোটের দিন রাত থেকে তাঁর এবং তাঁর অনুগামীদের বাড়ি, ক্লাব ভাঙচুর ও বোমাবাজি করে তাদের এলাকা ছাড়া করে দেয় নির্দল প্রার্থীর অনুগামীরা। তারপর থেকে তাঁরা ঘরছাড়া। আতঙ্কে আত্মগোপন করে আছেন সপরিবার।

advertisement

এবিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মফিদুল হক সাহাজী ঘটনার কথা স্বীকার করে বলেছেন সম্রাট কাহারকে নির্ভয়ে বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023 : উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল