TRENDING:

Yousuf Pathan: বহরমপুরে বদলের হাওয়া! বৃহস্পতিবারই আসছেন ইউসুফ পাঠান, দেওয়াল ভরে গিয়েছে তৃণমূলের গ্রাফিতিতে

Last Updated:

ইউসুফ পাঠানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের আমজনতাকে দেখা গেল দেওয়াল জোড়া গ্রাফিতি আঁকতে! আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, বহরমপুর: বহরমপুরে আসছেন এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান! তাঁর এই সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের আমজনতাকে দেখা গেল দেওয়াল জোড়া গ্রাফিতি আঁকতে! আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
বৃহস্পতিবারই বহরমপুরে আসছেন ইউসুফ পাঠান
বৃহস্পতিবারই বহরমপুরে আসছেন ইউসুফ পাঠান
advertisement

আরও পড়ুন– স্টুডিওর মেঝে থেকে বমিও পরিষ্কার করেছেন! প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপের স্মৃতি রোমন্থন অভিনেত্রীর

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

advertisement

ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। বুধবার সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আগামিকাল, বৃহস্পতিবার দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yousuf Pathan: বহরমপুরে বদলের হাওয়া! বৃহস্পতিবারই আসছেন ইউসুফ পাঠান, দেওয়াল ভরে গিয়েছে তৃণমূলের গ্রাফিতিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল