স্টুডিওর মেঝে থেকে বমিও পরিষ্কার করেছেন! প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপের স্মৃতি রোমন্থন অভিনেত্রীর

Last Updated:
Raveena Tandon wiped off vomit during her internship: ক্লাস টেনের পরীক্ষা দিয়েই খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপ শুরু করেছিলেন রবিনা।
1/6
রবিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন। বলিউডের নামকরা পরিচালক। কিন্তু তার পরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও বাড়তি সুযোগ-সুবিধা পাননি অভিনেত্রী। ২০২২ সালে মিড ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন রবিনা। তিনি বলেন, ‘আমার রাস্তা আমাকেই তৈরি করে নিতে হয়েছে’।
রবিনা ট্যান্ডনের বাবা রবি ট্যান্ডন। বলিউডের নামকরা পরিচালক। কিন্তু তার পরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও বাড়তি সুযোগ-সুবিধা পাননি অভিনেত্রী। ২০২২ সালে মিড ডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন দাবিই করেছেন রবিনা। তিনি বলেন, ‘আমার রাস্তা আমাকেই তৈরি করে নিতে হয়েছে’।
advertisement
2/6
ক্লাস টেনের পরীক্ষা দিয়েই খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপ শুরু করেছিলেন রবিনা। মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রবিনা বলেছেন, ‘‘স্টুডিওর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে স্টলের ঝাড়পোঁছ, সব করেছি। এমনকী বমিও পরিষ্কার করেছি।’’
ক্লাস টেনের পরীক্ষা দিয়েই খ্যাতনামা বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের কাছে ইন্টার্নশিপ শুরু করেছিলেন রবিনা। মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে রবিনা বলেছেন, ‘‘স্টুডিওর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে স্টলের ঝাড়পোঁছ, সব করেছি। এমনকী বমিও পরিষ্কার করেছি।’’
advertisement
3/6
এই সময় মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চেয়েছিলেন রবিনা। তবে এটাকে কখনওই সিরিয়াসলি নেননি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। রবিনার কথায়, ‘সেই সময় অনেকেই বলত, আপনি পর্দার পিছনে কেন? আপনাকে পর্দার সামনে আসতে হবে। এটাই আপনার জায়গা’। কিন্তু রবিনার দ্বিধা ছিল, বলতেন, ‘না না, আমি অভিনেত্রী? একদমই না’।
এই সময় মডেলিংয়ের দুনিয়ায় পা রাখতে চেয়েছিলেন রবিনা। তবে এটাকে কখনওই সিরিয়াসলি নেননি, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। রবিনার কথায়, ‘সেই সময় অনেকেই বলত, আপনি পর্দার পিছনে কেন? আপনাকে পর্দার সামনে আসতে হবে। এটাই আপনার জায়গা’। কিন্তু রবিনার দ্বিধা ছিল, বলতেন, ‘না না, আমি অভিনেত্রী? একদমই না’।
advertisement
4/6
আসলে বড় অভিনেত্রী হবেন, এটা কখনও ভাবেননি তিনি। সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, কোনও মডেল হয়তো আসতে পারলেন না, তখন তাঁকেই সাজিয়েগুজিয়ে ছবি তুলতে শুরু করতেন প্রহ্লাদ কক্কর। রবিনা বলেন, ‘‘ভেবে দেখলাম, আমি কেন শুধু শুধু বিনা পয়সায় প্রহ্লাদের জন্য মডেলিং করব। এ থেকে তো কিছু টাকা রোজগারও হতে পারে। ঠিক এই ভাবনা থেকেই আমি মডেলিং শুরু করি ৷’’
আসলে বড় অভিনেত্রী হবেন, এটা কখনও ভাবেননি তিনি। সাক্ষাৎকারে রবিনা জানিয়েছেন, কোনও মডেল হয়তো আসতে পারলেন না, তখন তাঁকেই সাজিয়েগুজিয়ে ছবি তুলতে শুরু করতেন প্রহ্লাদ কক্কর। রবিনা বলেন, ‘‘ভেবে দেখলাম, আমি কেন শুধু শুধু বিনা পয়সায় প্রহ্লাদের জন্য মডেলিং করব। এ থেকে তো কিছু টাকা রোজগারও হতে পারে। ঠিক এই ভাবনা থেকেই আমি মডেলিং শুরু করি ৷’’
advertisement
5/6
১৯৯১ সালে সলমন খানের বিপরীতে ‘পাত্থর কা ফুল’ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় রবিনা ট্যান্ডনের। তিনি বলেন, ‘এরপর থেকেই সিনেমার অফার আসতে শুরু করে। আমি কোনওদিন অভিনয় শিখিনি। নাচ বা সংলাপ বলার কোনও প্রশিক্ষণও আমার ছিল না। শুধু এটুকু বলতে পারি, আমি কাজ করতে করতে প্রতিনিয়ত শিখেছি। নিজেকে যোগ্য করে তুলেছি’। Photo: Instagram
১৯৯১ সালে সলমন খানের বিপরীতে ‘পাত্থর কা ফুল’ সিনেমার হাত ধরে বলিউডে অভিষেক হয় রবিনা ট্যান্ডনের। তিনি বলেন, ‘এরপর থেকেই সিনেমার অফার আসতে শুরু করে। আমি কোনওদিন অভিনয় শিখিনি। নাচ বা সংলাপ বলার কোনও প্রশিক্ষণও আমার ছিল না। শুধু এটুকু বলতে পারি, আমি কাজ করতে করতে প্রতিনিয়ত শিখেছি। নিজেকে যোগ্য করে তুলেছি’। Photo: Instagram
advertisement
6/6
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। ‘মোহরা’, ‘লাডলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘জিদ্দি’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়া’, ‘শূল’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। ‘আরণ্যক’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-তেও দেখা গিয়েছে রবিনাকে।
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে দাপিয়ে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন। ‘মোহরা’, ‘লাডলা’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’, ‘জিদ্দি’, ‘দুলহে রাজা’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়া’, ‘শূল’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শককে। ‘আরণ্যক’ এবং ‘কেজিএফ চ্যাপ্টার ২’-তেও দেখা গিয়েছে রবিনাকে।
advertisement
advertisement
advertisement