সকাল থেকে বিষ্ণুপুরের মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। লম্বা লাইন মাংসের দোকানেও। ভাইফোঁটায় ভাইয়ের কপালে শুধু ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা নয়, ফোঁটা শেষে ভাইয়ের পাতে হরেক রকম মিষ্টি সাজিয়ে মিষ্টিমুখ করানোতেই তৃপ্তি বোনেদের। আর তাই মিষ্টি কিনতে সকাল থেকে দোকানে দোকানে ভিড়। সাধারণ মিষ্টি তো রয়েইছে। সঙ্গে বাজার জুড়ে ভাই ফোঁটা স্পেশাল মিষ্টি তৈরি করেছেন বিষ্ণুপুরের একাধিক মিষ্টির দোকান।
advertisement
আরও পড়ুন : পরপর দু’দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ
সাধারণ রসগোল্লা, পান্তোয়া, কাজু বরফি, ক্ষির কদমের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে ভাইফোঁটা স্পেশাল সন্দেশ, ক্ষির পটল সহ অন্যান্য মিষ্টি। তবে শুধু মিষ্টির দোকানেই নয়, দুপুরের খাবারে ভাইয়ের প্লেটে মাংসের হরেক পদ তুলে দিতে সকাল থেকে পাঁঠা মাংসের দোকানেও একইরকমের ভিড় চোখে পড়েছে। ভিড় এতটাই রয়েছে যে কোনও কোনও দোকানে রীতিমত লাইন পড়েছে ক্রেতাদের।
আরও পড়ুন : প্রতিবেশী হার্টের রোগী, বন্ধ করে দিয়েছিলেন মাইক! সেই ‘অপরাধে’ অন্য প্রতিবেশীর হাতে চলে গেল জীবনটা
অন্যদিকে ভাইফোঁটার বাজার কার্যত আগুন। ফলে এদিন রসনাতৃপ্তির আয়োজন করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে বেশ চাপ পড়েছে। তারওপর বাজার করতে গিয়ে ভিড়ের চোটে নাজেহাল হয়েছেন মানুষ। তবুও আয়োজনে খামতি রাখতে চাননি কেউই। তাই সকাল থেকে মিষ্টির দোকান থেকে শুরু করে মাংসের দোকান, চোখে পড়েছে ত্রেতাদের লম্বা লাইন।