TRENDING:

Bhaiphonta Market : আগুন দামে পুড়ছে পকেট, তারপরেও লম্বা লাইন! আয়োজনে খামতি নেই, মিষ্টি-মাংসের দোকানে উপচে পড়া ভিড়

Last Updated:

Bhaiophonta Market : ভাইফোঁটার দিনে বিভিন্ন দোকানে উপচে পড়া ভিড়। সকাল থেকে বিষ্ণুপুরের মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। লম্বা লাইন মাংসের দোকানেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মন্ডল : বাঙালির অপেক্ষা করে থাকার দিনগুলির মধ্যে অন্যতম একটি দিন হল ভাইফোঁটা। এদিন ভাইয়ের মঙ্গল কামনায়, তাকে খুশি করতে নানারকম আয়োজনে ব্যস্ত থাকে দিদি, বোনরা। তাই ভাইফোঁটার মত একটি দিনে ভাইকে খুশি করতে সকাল থেকে ব্যস্ততার সীমা নেই বোনেদের।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

সকাল থেকে বিষ্ণুপুরের মিষ্টির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। লম্বা লাইন মাংসের দোকানেও। ভাইফোঁটায় ভাইয়ের কপালে শুধু ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা নয়, ফোঁটা শেষে ভাইয়ের পাতে হরেক রকম মিষ্টি সাজিয়ে মিষ্টিমুখ করানোতেই তৃপ্তি বোনেদের। আর তাই মিষ্টি কিনতে সকাল থেকে দোকানে দোকানে ভিড়। সাধারণ মিষ্টি তো রয়েইছে। সঙ্গে বাজার জুড়ে ভাই ফোঁটা স্পেশাল মিষ্টি তৈরি করেছেন বিষ্ণুপুরের একাধিক মিষ্টির দোকান।

advertisement

আরও পড়ুন : পরপর দু’দিনে প্রাণ গেল দুজনের! বারবার দুর্ঘটনায় বাড়ছে আতঙ্ক, সুরক্ষার দাবিতে জাতীয় সড়ক আবরোধ

সাধারণ রসগোল্লা, পান্তোয়া, কাজু বরফি, ক্ষির কদমের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে ভাইফোঁটা স্পেশাল সন্দেশ, ক্ষির পটল সহ অন্যান্য মিষ্টি। তবে শুধু মিষ্টির দোকানেই নয়, দুপুরের খাবারে ভাইয়ের প্লেটে মাংসের হরেক পদ তুলে দিতে সকাল থেকে পাঁঠা মাংসের দোকানেও একইরকমের ভিড় চোখে পড়েছে। ভিড় এতটাই রয়েছে যে কোনও কোনও দোকানে রীতিমত লাইন পড়েছে ক্রেতাদের।

advertisement

আরও পড়ুন : প্রতিবেশী হার্টের রোগী, বন্ধ করে দিয়েছিলেন মাইক! সেই ‘অপরাধে’ অন্য প্রতিবেশীর হাতে চলে গেল জীবনটা

সেরা ভিডিও

আরও দেখুন
মালদহের স্কুলে মন ভাল করা ছবি, জলের অপচয় ঠেকাতে অভিনব নির্মাণ ৩ স্কুল পড়ুয়ার
আরও দেখুন

অন্যদিকে ভাইফোঁটার বাজার কার্যত আগুন। ফলে এদিন রসনাতৃপ্তির আয়োজন করতে গিয়ে মধ্যবিত্তের পকেটে বেশ চাপ পড়েছে। তারওপর বাজার করতে গিয়ে ভিড়ের চোটে নাজেহাল হয়েছেন মানুষ। তবুও আয়োজনে খামতি রাখতে চাননি কেউই। তাই সকাল থেকে মিষ্টির দোকান থেকে শুরু করে মাংসের দোকান, চোখে পড়েছে ত্রেতাদের লম্বা লাইন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhaiphonta Market : আগুন দামে পুড়ছে পকেট, তারপরেও লম্বা লাইন! আয়োজনে খামতি নেই, মিষ্টি-মাংসের দোকানে উপচে পড়া ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল