আরও পড়ুনঃ বারুদের মধ্যে মৃতদেহের স্তূপ! প্রিয়জনদের হারানোর হাহাকার, হাড়হিম সব ছবি…
এই বাঁধের জন্য কেন্দ্র থেকে টাকা বরাদ্দ করা হচ্ছে না বলে বারবার দাবি করেছেন রাজ্যের শাসক দলের নেতা নেতৃত্বরা। আর এবার সেই অভিযোগের পাল্টা হিসাবে বাঁধের বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিজেপিও। রবিবার ফ্রেজারগঞ্জের কয়লা ঘাটায় নদীবাঁধ পরিদর্শনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
তিনি এ নিয়ে জানান ২০০৯ সালে কংক্রিটের নদী বাঁধ নির্মাণের জন্য কেন্দ্রের ইউপিএ সরকার অর্থ বরাদ্দ করেছিল। তখন তৃণমূল সেই কাজে বাঁধা দিয়েছিল, টাকা নিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও জানিয়েছেন কেন্দ্রে বিজেপি সরকার এখনও পর্যন্ত বহু টাকা পাঠিয়েছে। সেই টাকায় আর নদী বাঁধ হয়নি বলে জানিয়েছেন তিনি।
যদিও এই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার বলেন, কেন্দ্র গঙ্গা অ্যাকশন প্লানের টাকা বরাদ্দ করছে না, এছাড়া সুন্দরবন মাস্টার প্ল্যান জমা দেওয়া আছে তারও কোন ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র। সেজন্য সুন্দরবন এলাকায় নদীর বাঁধ গুলি করা যাচ্ছে না, তবুও রাজ্য সরকার কিছু জায়গায় কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করেছে।
এই অভিযোগ পাল্টা অভিযোগে নতুন করে সরগরম সুন্দরবন এলাকা। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়। সেদিকেই তাকিয়ে আপামর সুন্দরবনবাসী।
নবাব মল্লিক