আগামী ৫ জানুয়ারি নন্দীগ্রামের দিনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোট ছিল। ভোটের মাধ্যমেই সমবায় সমিতির পরিচালন পর্ষদের প্রতিনিধি নির্বাচন করার কথা ছিল। কিন্তু ভোটের আগেই তৃণমূল এবং বিজেপির নিচুতলার নেতা কর্মীদের মধ্যে আসন সমঝোতা হওয়ায় এই সমবায় সমিতিতে ৫ তারিখ আর ভোট হচ্ছে না।
advertisement
দিনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন ৫০টি৷ ৫০ টি আসনের মধ্যে তৃণমূল ৩২, বিজেপি ১৮ টি মনোনয়ন জমা দিয়েছে। ৫০ টি আসনের জন্য দুই দল প্রথমে ৬২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। কিন্তু আসন সমঝোতার কারণে দু পক্ষ একমত হয়ে অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে। অর্থাৎ, ৫ টি আসনের জন্য ৫০ জন প্রার্থীই থাকেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু পক্ষের সবাই জয়ী হয়।
এই সমবায়ের ভোটে নন্দীগ্রামের ভেকুটিয়া এবং মহম্মদপুর অঞ্চলের এলাকার মানুষজন ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। মোট ভোটদাতা ছিলেন ১২৫৮৷ আপাতত তৃণমূল- বিজেপি সমঝোতায় সেই ভোটই আর হচ্ছে না৷ সমবায় ভোটে তৃণমূল-বিজেপির আসন সমঝোতাকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম৷