TRENDING:

Nandigram TMC BJP alliance: নন্দীগ্রামে আসন সমঝোতা তৃণমূল-বিজেপির, বাতিল ভোট! শুভেন্দুর গড়ে এ কী কাণ্ড?

Last Updated:

দিনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন ৫০টি৷ ৫০ টি আসনের মধ্যে তৃণমূল ৩২, বিজেপি ১৮ টি মনোনয়ন জমা দিয়েছে। ৫০ টি আসনের জন্য দুই দল প্রথমে ৬২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: ২০১১ সালে পরিবর্তনের পরেও রাজ্য রাজনীতির চর্চাতেই থেকেছে নন্দীগ্রাম৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র সেই নন্দীগ্রামেই এবার আসন সমঝোতা হল তৃণমূল এবং বিজেপির! শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের দিনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে৷
নন্দীগ্রামে তৃণমূল বিজেপির আসন রফা৷
নন্দীগ্রামে তৃণমূল বিজেপির আসন রফা৷
advertisement

আগামী ৫ জানুয়ারি নন্দীগ্রামের দিনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোট ছিল। ভোটের মাধ্যমেই সমবায় সমিতির পরিচালন পর্ষদের প্রতিনিধি নির্বাচন করার কথা ছিল। কিন্তু ভোটের আগেই তৃণমূল এবং বিজেপির নিচুতলার নেতা কর্মীদের মধ্যে আসন সমঝোতা হওয়ায় এই সমবায় সমিতিতে ৫ তারিখ আর ভোট হচ্ছে না।

আরও পড়ুন: সমবায় ব্যাঙ্কের ভোটে কেন্দ্রীয় বাহিনী! শুভেন্দুর গড়ে ফের প্রেস্টিজ ফাইট, বিধায়কদের নির্দেশ দিলেন মমতাও

advertisement

দিনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন ৫০টি৷ ৫০ টি আসনের মধ্যে তৃণমূল ৩২, বিজেপি ১৮ টি মনোনয়ন জমা দিয়েছে। ৫০ টি আসনের জন্য দুই দল প্রথমে ৬২টি আসনে মনোনয়ন জমা দিয়েছিল। কিন্তু আসন সমঝোতার কারণে দু পক্ষ একমত হয়ে অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে। অর্থাৎ, ৫ টি আসনের জন্য ৫০ জন প্রার্থীই থাকেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দু পক্ষের সবাই জয়ী হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

এই সমবায়ের ভোটে নন্দীগ্রামের ভেকুটিয়া এবং মহম্মদপুর অঞ্চলের এলাকার মানুষজন ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। মোট ভোটদাতা ছিলেন ১২৫৮৷ আপাতত তৃণমূল- বিজেপি সমঝোতায় সেই ভোটই আর হচ্ছে না৷ সমবায় ভোটে তৃণমূল-বিজেপির আসন সমঝোতাকে তীব্র কটাক্ষ করেছে সিপিএম৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram TMC BJP alliance: নন্দীগ্রামে আসন সমঝোতা তৃণমূল-বিজেপির, বাতিল ভোট! শুভেন্দুর গড়ে এ কী কাণ্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল