শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন সাইরাং-কলকাতা এক্সপ্রেস ট্রেনের। সেই ট্রেন রবিবার দুপুরে পৌঁছতেই লাগে গণ্ডগোল।
এরপরেই আচমকা দুই পক্ষের মধ্যে বচসা এবং সেখান থেকে মারামারি তৈরি হয়। ঘটনার সময় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খান এবং বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। তাদের সামনেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। বিশাল পুলিশ বাহিনী থাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
advertisement
আরও পড়ুন: ‘তরুণী ১০টার সময় হেঁটে…’ যাদবপুরে ছাত্রী মৃত্যুর তদন্তে বড় মোড়! সিসিটিভি ফুটেজে কী ধরা পড়ল?
প্রসঙ্গত, এই ট্রেনের মাধ্যমে বাংলার সঙ্গে সরাসরি যুক্ত হল বাংলা। কিন্তু এই ট্রেন আসতেই ট্রেন চালানোর কৃতিত্ব কোন রাজনৈতিক দলের? চালক ও গার্ডকে কারা সংবর্ধনা দেবেন? এমন একাধিক বিষয় নিয়ে বচসা বাধে দুই দলের। একাধিক জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।