ডোমজুড়ের আনন্দনগর এলাকার বিজেপি সমর্থকদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা রাতের অন্ধকারে তাঁদের মারধর করেছে। বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। এমনকী বাড়িতে ঢুকে তাঁদের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি সমর্থকরা। রেয়াত করা হয়নি বাড়ির বাচ্চা ও মহিলাদেরও। বিজেপিকে সমর্থন করার জন্যই এমন শাস্তি। দাবি গেরুয়া শিবিরের সমর্থকদের। বহুদিন ধরেই ওই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তোলাবাজি করে। এমনকী এলাকায় একাধিক বেআইনি কাজের সঙ্গেও তাঁরা যুক্ত। সেসবের প্রতিবাদ করাতেই হামলা বলে দাবি করেছেন আক্রান্ত বিজেপি সমর্থকরা।
advertisement
রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতিরা তাঁদের উপর চড়াও হয় বলে দাবি করেছেন বিজেপি সমর্থকরা। এমনকী দুষ্কৃতিদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলেও দাবি করেছেন কেউ কেউ। রাতের অন্ধকারে তারা রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই এলাকায় আসে বিশাল পুলিস বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। এলাকায় থমথমে পরিবেশ। বিশাল পুলিস বাহিনী ও র্যাফ নেমেছে রাস্তায়। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক হিংসার খবর আসছে। ভোটের আগে এটাই যেন দস্তুর। ভোট আসে, যায়। কিন্তু এই হিংসা, হানাহানির পরম্পরা যেন বাংলা থেকে কিছুতেই বিদায় নেয় না।