প্রসঙ্গত, ভোটের মুখে মদন মিত্র, কুণাল ঘোষ, বিবেক গুপ্ত-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে তলব করা হয়। তা নিয়েই এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, নেতাদের ‘ইচ্ছাকৃতভাবে’ বিপাকে ফেলছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি। কিন্তু একই মামলায় অভিযুক্ত হলেও বিজেপি নেতাদের তলব করা হচ্ছে না বলে অভিযোগ তুলেছে তৃণমূল। চিঠিতে অবশ্য বিজেপির কোনও নেতার নাম উল্লেখ করা হয়নি।
advertisement
শুধু এটুকুই নয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা ওই চিঠিতে ডেরেক ও'ব্রায়েন দাবি করেছেন, রাজ্যের ভোটারদের প্রভাবিত করতে এবং তাঁদের মনে ‘ভ্রান্ত’ ধারণা তৈরি করতে BJP নানা 'মিথ্যা আখ্যান' প্রচার করে চলেছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে যাতে কোনও ‘পক্ষপাতমূলক’ পদক্ষেপ না নেওয়া হয়, সেজন্য অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ), আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আর্জিও জানানো হয়েছে।