জানা যাচ্ছে, ময়ূরাক্ষী নদীতে তিলপাড়া এলাকায় মাছ ধরতে এসেছিল দুই এলাকার যুবকরা। তারপর তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, সেই কথা কাটাকাটিই রূপ নেয় হাতাহাতির। এই ঘটনায় দু’জন আহত হন। যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, বীরভূমের তিলপাড়া সংলগ্ন খয়রাকুড়ি এলাকার কয়েকজন যুবক মাছ ধরতে এসেছিলেন ময়ূরাক্ষী নদীতে। এদিকে বাঁশজোড়ের কিছু যুবকও ময়ূরাক্ষী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। তখনই তাদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি এবং খয়রাকুড়ির ২০ জন মতো যুবক ঘটনাস্থলে পৌঁছে বাঁশজোড়ের যুবকদের মারধর করতে শুরু করে। যাদের মধ্যে বাঁশজোড়ের তাহের আলী নামে এক যুবকের মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয় বলে অভিযোগ। আহত আরও এক যুবকের নাম রাকেশ। ঘটনার খবর পেয়ে সিউড়ি ও মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এমন ঘটনার পরিপ্রেক্ষিতে করিম নামে বাঁশজোড়ের এক বাসিন্দা দাবি করছেন, “খয়রাকুড়ির যুবকরা এসে মারধর করেন। মহম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা আবার পাল্টা আমাদের উপর লাঠিচার্জ করে। তাহেরের মাথায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে তাকে জলে ফেলে দেওয়া হয়।”