TRENDING:

Tiler Khaja Viral Feriwala: ঠিক যেন ভুবন বাদ্যকর! মিষ্টি সুরে বেচছেন তিলের খাজা, টাকা রোজগারও হচ্ছে দেদার

Last Updated:

Tiler Khaja Viral Feriwala: পুরানো ইমিটেশনের বিনিময়ে মিলছে মুখরোচক তিলের খাঁজা, ভাইরাল ফেরিওয়ালা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: পুরানো ইমিটেশনের বিনিময়ে মিলছে মুখরোচক তিলের খাঁজা, ভাইরাল ফেরিওয়ালা।  বাদামের গান নয়, এবার গ্রামে গ্রামে ‘তিলের খাজা’র জয়যাত্রা।  পায়ের তোড়া, হাতের বালা, সিটি গোল্ডের চেইন নিয়ে গান গেয়ে গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। সেই দৃশ্য যেন এখন নতুন রূপে ফিরে এসেছে বসিরহাটে—তবে এবার বাদামের জায়গায় এসেছে তিলের খাজা। এখন বসিরহাটের বিভিন্ন গ্রামে পায়ের তোড়া বা চেইনের ঝনঝন শব্দ নয়, শোনা যাচ্ছে ফেরিওয়ালাদের মিষ্টি ডাক—“নিয়ে নিন তিলের খাজা!”।
advertisement

মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা গণপতি মণ্ডল প্রতিদিন ঝুড়ি কাঁধে নিয়ে ঘুরে বেড়ান বসিরহাটের নানা গ্রামে। তবে তিনি নিজে এই খাজা তৈরি করেন না। মুর্শিদাবাদ এলাকার বিশেষভাবে প্রস্তুত তিলের খাজা কলকাতা হয়ে তার কাছে পৌঁছায়, আর তিনি সেগুলি গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন। শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী, এমনকি গৃহবধূরাও আগ্রহভরে কিনে নিচ্ছেন তাঁর ঝুড়িভর্তি এই মুখরোচক খাবার।

advertisement

আরও পড়ুন – Historical Tour In West Bengal: আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে ঘুরে আসুন, রইল সুলুকসন্ধান

প্রতি ১০০ গ্রাম খাজার দাম ৩০ টাকা, কেউ দেন টাকায়। দিনে গড়ে তিনি আয় করেন ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত। গণপতি বাবুর মুখে হাসি—কারণ তাঁর হাতে তিলের খাজা পৌঁছে দিচ্ছে গ্রামীণ জীবনের এক টুকরো আনন্দ। যেমন একসময় বাদামের গানে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর, তেমনই এখন গ্রামীণ পথে তিলের মিষ্টি ঘ্রাণ ছড়িয়ে নিজস্ব ছন্দে ভাইরাল হয়ে উঠছেন গণপতি মণ্ডলের জীবনযাত্রা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঠিক যেন ভুবন বাদ্যকর! মিষ্টি সুরে বেচছেন তিলের খাজা, টাকা রোজগারও হচ্ছে দেদার
আরও দেখুন

Julkifar Molla

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiler Khaja Viral Feriwala: ঠিক যেন ভুবন বাদ্যকর! মিষ্টি সুরে বেচছেন তিলের খাজা, টাকা রোজগারও হচ্ছে দেদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল