সারাবছর জলপথে নজরদারি চালায় সুন্দরবন পুলিশ জেলা। এই পুলিশ জেলার অধিকাংশ থানার মধ্যে নদী এলাকা পড়ে। কোনও কোনও জায়গায় একাধিক নদী রয়েছে। রয়েছে বঙ্গোপসাগর। ফলে জলপথের নজরদারি বাড়াতে চাইছে প্রশাসন।
advertisement
অপরদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে ইতিমধ্যে গাইড ম্যাপ ও টেলিফোন ডাইরেক্টরি সর্ব সাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। যার উদ্বোধন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। পুজোর সময়ে মেয়েদের সুরক্ষার জন্য আলাদা হেল্পলাইন খোলা হয়েছে। যার নম্বর হল ৬২৮৯২৪৭৫৩৩। এখানে মহিলারা ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হেল্পলাইনে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য গেলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে পুলিশ।
পথ নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। পুজোর সময় গতিতে রাশ টানতে উদ্যোগী হয়েছে প্রশাসন। বিভিন্ন থানা ও বিডিও অফিসগুলির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। জেলা জুড়ে পুজোর দিনগুলিতে নিরাপত্তা আঁটোসাঁটো করতে চাইছে পুলিশ।
দুই পুলিশ জেলাতেই মহিলাদের সুরক্ষার দিকটি দেখা হচ্ছে। তবে সুন্দরবন পুলিশ জেলায় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জলপথের নজরদারির বিষয়টি। পুজোর কয়েকটা দিন এখন সুষ্ঠভাবে পার করানোই লক্ষ্য সকলের। সেই লক্ষ্যেই কাজ করছে পুলিশ প্রশাসন। এবছর পুজোর সময় কোনও ভাবেই নিরপত্তার ঘাটতি রাখতে চাইছেনা প্রশাসন। ফলে আগেভাগেই ব্যবস্থা নেওয়া হয়েছে।