আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই দিয়ে তৈরি ভিডিওর ভিড়েই তৈরি হয়েছে এই গুজব। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসায় ছড়িয়েছে এমনই বাঘের আতঙ্ক। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাদ্রাসার ভিতরে তিনটি বাঘ এক বারান্দা থেকে অপর প্রান্তের বারান্দায় ছুটে পার হচ্ছে।
advertisement
আর সেই ভিডিও ভাইরাল হতেই অভিভাবক-সহ গোটা গ্রামে ছড়ায় উত্তেজনা। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মণিরুল মল্লিক জানান, ভিডিওটি শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক তৈরি করেছেন। তবে কী উদ্দেশে তিনি তৈরি করেছেন তা প্রতিষ্ঠানের কাছে স্পষ্ট নয়। অভিভাবকদের কাছ থেকে ফোন আসতেই ভূগোল শিক্ষকের সঙ্গে কথা বলে ভিডিওটি ডিলিট করান হয়েছে বলেও জানান।
ভিডিওটি সম্পূর্ণ AI প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে বলেই নিশ্চিত করেন তিনি। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়ামিন মল্লিক বলেন, ‘পাঠ্য বইয়ের থেকে বেরিয়ে সভ্যতার তালে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের অবগত করার লক্ষ্যে AI প্রযুক্তিকে ব্যবহার করে তিনটি বাঘ দিয়ে ক্রিয়েট করা হয় ভিডিওটি। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বোঝানোর চেষ্টা করা হয়, যাতে তারা সমাজ মাধ্যমে যা দেখছেন তা সবকিছুই যে সত্য নয় সেই বিষয়টি বোঝানো যায়।’
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতকোত্তর পর্যন্ত পরিবর্তন স্কলারশিপ, বার্ষিক বৃত্তি ৭৫০০০ টাকা, জেনে নিন
তবে এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দিতে গিয়েই যে আতঙ্ক ছড়িয়েছে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী বলে জানান। স্কুলের তরফ থেকে জানানো হয়, বিদ্যালয়ের কোথাও এ ধরনের বাঘ বা অন্য কোনও প্রাণীর উপদ্রব নেই। তিনি অভিভাবক ও গ্রামবাসীদের উদ্দেশে আবেদন জানান, গুজব না ছড়িয়ে, আতঙ্কিত না হয়ে, ছাত্র-ছাত্রীদের পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর।
Rudra Narayan Roy