তাঁর পরিবারের তরফ থেকে জানা যায় সোমবার সন্ধ্যার দিকে তিনি আওচা মাখালতোড় মাঠে কাজ করতে যান। সেখানেই বাজপড়ে মৃত্যু হয় ঐ ব্যক্তির। তাঁকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা দেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: ‘কিরানা হিলসে’ পাকিস্তানের কোন প্রাণভোমরা লুকিয়ে? টার্গেট করেছিল ভারত? সবটা জানা গেল এবার
আগামিকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। ভারতের মৌসম ভবনের অনুমান অনুযায়ী স্বাভাবিক দিন নিকোবর দ্বীপপুঞ্জে ১৮ থেকে একুশে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে বাইশে মে বর্ষা প্রবেশ করে। স্বাভাবিক দিনের থেকে ন দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলে ও আগাম ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হয়েছে। তাতে তাপমাত্রা কমেছে ঠিকই, তবে বজ্রপাতের ঘটনা চিন্তা ধরিয়েছে।