India Pakistan Tensions: ‘কিরানা হিলসে’ পাকিস্তানের কোন প্রাণভোমরা লুকিয়ে? কেন এত গুরুত্বপূর্ণ এই জায়গা...সত্যিই টার্গেট করেছিল ভারত?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
দু’দেশের সংঘাতের মাঝে অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ৷ তারপরেও অবশ্য পাকিস্তান থামেনি৷ গত ১০ মে সন্ধ্যায় নাগাড়ে চালিয়েছে আক্রমণ৷ পাল্টা জবাব দিয়েছে ভারতও৷ এম পরিস্থিতিতে আজ, সোমবার, সাংবাদিক বৈঠক করে গত কয়েকদিনের ভারতের সামরিক অভিযান সম্পর্কে জানায় ভারতের তিন সেনাপ্রধান৷
advertisement
advertisement
দু’দেশের সংঘাতের মাঝে অবশেষে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে রাজি হয় দুই দেশ৷ তারপরেও অবশ্য পাকিস্তান থামেনি৷ গত ১০ মে সন্ধ্যায় নাগাড়ে চালিয়েছে আক্রমণ৷ পাল্টা জবাব দিয়েছে ভারতও৷ এম পরিস্থিতিতে আজ, সোমবার, সাংবাদিক বৈঠক করে গত কয়েকদিনের ভারতের সামরিক অভিযান সম্পর্কে জানায় ভারতের তিন সেনাপ্রধান৷
advertisement
সেই সাংবাদিক বৈঠকেই ওঠে পাকিস্তানের ‘কিরানা হিলস’ অর্থাৎ কিরানা পাহাড় প্রসঙ্গ৷ কী এই কিরানা পাহাড়, কেন তা এত গুরুত্বপূর্ণ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভারত এই কিরানা পাহাড়ে আক্রমণ চালানোর পরেই নাকি আমেরিকার শরণাপন্ন হয়েছে পাকিস্তান৷ ট্রাম্পও তড়িঘড়ি ভারত-পাকিস্তান সংঘাত থামাতে তৎপর হয়েছে৷ কী আছে এই কিরানা হিলসে?
advertisement
advertisement
advertisement
সোমবার ডিজিএমও-এর প্রেস ব্রিফিংয়ে, এয়ার মার্শাল এ.কে. ভারতী স্পষ্ট বলেন, “আমরা কিরানা পাহাড়ে আক্রমণ করিনি।’’ অপারেশন সিঁদুর সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়, ভারত কি পাকিস্তানের পারমাণবিক ভাণ্ডারে আক্রমণ করতে চেয়েছিল? এমন প্রশ্নের উত্তরে এয়ার মার্শাল এ.কে. ভারতী বলেন, “পাকিস্তান যে কিরানা পাহাড়ে তার পারমাণবিক অস্ত্র মজুত করেছে, তা আমাদের জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। ওখানে যাই থাকুক না কেন। আমরা কিরানা পাহাড় আক্রমণ করিনি। আমরা আপনাদের যে টার্গেটগুলি কথা বলেছিলাম, তার তালিকায় এটা ছিল না।”