আরও পড়ুন: পাহাড়ে ট্রাক ধর্মঘট শুরু হতেই খাদ্য সঙ্কটের আশঙ্কা
পঞ্জাবের চণ্ডিগড়ে আয়োজিত হয় অনূর্ধ্ব ১৭ অল ইন্ডিয়া ফুটবল টুর্নামেন্ট। সারা বাংলার বিভিন্ন জেলার খেলোয়াড় থাকলেও নদিয়ার ক্ষেত্রে একমাত্র শান্তিপুর সবুজ সংঘের তিন সদস্য প্রতিনিধিত্ব করল এইবার। ক্লাব সূত্রে জানা গেছে, কাঁচরাপাড়া আম্বেদকর ক্লাবের পক্ষ থেকে রাজ্যের এই ফুটবল দল বাছাই পর্ব হয়ে যাওয়ার পরই নদিয়ার একমাত্র সবুজ সংঘ ক্লাবের তিন প্রতিনিধি গিয়েছিলেন পঞ্জাবের ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। গত ১৯ তারিখ তারা রওনা দিয়েছিল পঞ্জাবের উদ্দেশ্যে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দিগনগরের বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ মণ্ডল মিডফিল্ডে খেলে। শান্তিপুর প্রমোদনগরের দীপ দে গোলকিপার আর স্ট্রাইকার খেলে শুভশীল, তারা দুজনই দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। পাশাপাশিই তাদের বাড়ি। জাতীয় স্তরের খেলার অভিজ্ঞতা এই প্রথম। ভবিষ্যতেও তারা অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলে দেশের হয়ে ফুটবল খেলতে চায় বলে জানিয়েছে।
মৈনাক দেবনাথ





